সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সভাপতি সালমান-ফরিদ সা:সম্পাদক

বাংলাদেশ
Spread the love

ডেস্ক:
সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (মার্কসবাদী) নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে বাম ছাত্র সংগঠনটির ষষ্ঠ কেন্দ্রীয় কাউন্সিলে ১৮ সদস্যের নতুন কমিটি গঠিত হয়।

নতুন কমিটিতে সভাপতির দায়িত্ব পেয়েছেন সালমান সিদ্দিকী এবং সাধারণ সম্পাদক হয়েছেন রাফিকুজ্জামান ফরিদ। সহ-সভাপতি হয়েছেন সঞ্জয় কান্ত দাশ, সাংগঠনিক সম্পাদক প্রগতি বর্মণ তমা, দপ্তর সম্পাদক অরূপ দাশ শ্যাম, অর্থ সম্পাদক নওশীন মুশতারী সাথী, প্রচার ও প্রকাশনাবিষয়ক সম্পাদক সাদেকুল ইসলাম সাদিক, স্কুলবিষয়ক সম্পাদক দীপা মজুমদার এবং শিক্ষা ও বিজ্ঞানবিষয়ক সম্পাদক করা হয়েছে গৌতম ঈশান।

কমিটিতে সদস্য হিসেবে আছেন- পরমানন্দ দাশ, আরিফুল হাসান, নয়ন পাশা, সায়মা আফরোজ, রিপা মজুমদার, পংকজনাথ সূর্য, তানজিলা রিতু, রিফা সাজিদা ও সাজু বাসফোর।

এর আগে, সম্মেলনের উদ্বোধনী সমাবেশ বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে এবং আলোচনা সভা ও কমিটি পরিচিতি অনুষ্ঠান বিকেল ৩টায় টিএসসি অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়।

সম্মেলনে উদ্বোধক হিসেবে বক্তব্য রাখেন বিশিষ্ট অর্থনীতিবিদ অধ্যাপক আনু মুহাম্মদ। আলোচনা সভায় উপস্থিত থেকে আরও বক্তব্য রাখেন ড. তানজীমউদ্দিন খান, কমরেড মাসুদ রানা, সমন্বয়ক, বাসদ (মার্কসবাদী) এবং কমরেড সৌরভ ঘোষ, সাধারণ সম্পাদক, এআইডিএসও (ভারত)।