শিক্ষার উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে-ডাঃ মকবুল হোসেন

দেশবাণী
Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়া জেলা পরিষদের প্রশাসক ডাঃ মকবুল হোসেন বলেছেন, শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। শতভাগ শিক্ষা নিশ্চিত করতে বর্তমান সরকারের কোন বিকল্প নেই।
সোমাবার বগুড়া গাবতলী উপজেলার বালিয়াদিঘী ইউনিয়নের কালাইহাটা উচ্চ বিদ্যালয়ের এসএসসি/২২ পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বালিয়াদিঘী ইউপি চেয়ারম্যান ইউনুচ আলী ফকিরের সভাপতিত্বে এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আশরাফুল মমিন খান। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলাম। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন গাবতলী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমদাদুল হক, নেপালতলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলাম টিটু কাজী, স্কুল ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি আব্দুস সালাম, স্থানীয় ইউপি সদস্য আক্তারুজ্জামান দুলু, সাবেক ইউপি সদস্য আফজাল হোসেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র হায়দার আলী, অবসরপ্রাপ্ত শিক্ষক জাহাঙ্গীর হোসেন, আঃ ওয়াহেদ, শিক্ষক আঃ লতিফ, আবু সাঈদ, আব্দুল জোব্বার, আশরাফুল ইসলাম, এটিএম মাসুম, শ্রী পরিতোষ, সাকিলা ইয়াসমীন, জুঁই আক্তার, উপজেলা যুবলীগের সহ-সভাপতি আব্দুর রউফ গালিব প্রমুখ। বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি স্কুলের উন্নয়নের জন্য ৪লাখ টাকা অনুদান ঘোষনা করেন।