রাজশাহী সিটি নির্বাচনে কাউন্সিলর হলেন তৃতীয় লিঙ্গের সাগরিকা

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
তৃতীয় লিঙ্গের সাগরিকার বাজিমাত। রাজশাহী সিটি কর্পোরেশন নির্বাচনে বিপুল ভোটে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তৃতীয় লিঙ্গের সুলতানা আহমেদ সাগরিকা। ১৯, ২০ ও ২১ নম্বর ওয়ার্ডে আনারস প্রতীকে লড়াই করে তিনি পেয়েছেন ৬ হাজার ২৬৩ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নাজমা বেগম পেয়েছেন পাঁচ হাজার ৭০০ ভোট।

বুধবার (২১ জুন) রাতে জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়াম থেকে সাগরিকাকে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন।

বিজয়ী হওয়ার পর সুলতানা আহমেদ সাগরিকা বলেন, ‘আজ শুধু আনন্দের অশ্রু আসছে। যারা আমাকে ভোট দিয়ে জয়ী করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। তাদের সেবা করার জন্য সব সময় পাশে থাকবো।’

তিনি বলেন, ‘আমি শতভাগ আশাবাদী ছিলাম। প্রথম নির্বাচনেই ভোটারদের এমন ভালোবাসা পাবো তা ভাবিনি। বিপুল ভোটের ব্যবধানে ভোটাররা আমাকে জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন।’

তিনি আরও বলেন, ‘এই ওয়ার্ডে আমি ছাড়াও পাঁচজন প্রার্থী ছিল। সবার মধ্যে আমার জনপ্রিয়তা বেশি। আমি আনারস প্রতীক পেয়েছিলাম। আমার কোথাও কোনো পিছুটান নেই। আমি আমার জনগোষ্ঠী ছাড়াও ওয়ার্ডের বাসিন্দারের অধিকার আদায়ে কাজ করবো।’