ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন ১০ জেলায় শেখ হাসিনা

রাজনীতি
Spread the love

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দলের পক্ষে নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে ১০ জেলার নির্বাচনী জনসভায় ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের কর্মসূচি শুরু হবে আগামীকাল ১৮ ডিসেম্বর থেকে। রোববার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড আব্দুস সোবহান গোলাপ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়,  ১৮ ডিসেম্বর বিকেল ৩টায় শেখ হাসিনা তার নিজ বাসভবন সুধাসদন থেকে আওয়ামী লীগ প্রার্থীদের মধ্যে নড়াইলে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা (নড়াইল-২ আসন), কিশোরগঞ্জে দলের সভাপতিমণ্ডলীর সদস্য জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম (কিশোরগঞ্জ-১) এবং বান্দরবানে বীর বাহাদুর উশৈ সিং-এর  নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন।

১৯ ডিসেম্বর বিকেল ৪টায় ব্রাহ্মণবাড়িয়ায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর নির্বাচনী আসন (ব্রাহ্মণবাড়িয়া-৩), কক্সবাজারে সাইমুম সরওয়ার কমলের নির্বাচনী এলাকা (কক্সবাজার-৩), পিরোজপুরে দলের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শ ম রেজাউল করিম (পিরোজপুর-১) এবং চট্টগ্রামে দলের সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেলের নির্বাচনী এলাকায় (চট্টগ্রাম-৯) আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন তিনি।

এছাড়া ২০ ডিসেম্বর সকাল ১১টায় গাইবান্ধা-৫ আসনে ডেপুটি স্পিকার অ্যাডভোকেট ফজলে রাব্বী মিয়া, জয়পুরহাট-২ আসনে দলের সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, রাজশাহী-১ আসনে ওমর ফারুক চৌধুরীর নির্বাচনী এলাকায় আয়োজিত জনসভায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী।

এর আগে ১৮ ডিসেম্বর সকাল ১০টায় রাজধানীর হোটেল সোনারগাঁওয়ের বলরুমে আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার ঘোষণা করবেন শেখ হাসিনা।

এদিকে রাজধানী ঢাকায় দু’টি ও ঢাকার বাইরে তিনটি জনসভা অংশ নেবেন শেখ হাসিনা। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া সমকালকে বলেন, আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্বাচনী সফর ও কর্মসূচি এরই মধ্যে চূড়ান্ত করা  হয়েছে।

কর্মসূচি অনুযায়ী ২১ ডিসেম্বর দুপুর ২টায় ঢাকার গুলশানে ঢাকা-১৭ আসনের প্রার্থী চিত্রনায়ক আকবর হোসেন পাঠান ফারুকের সমর্থনে আয়োজিত জনসভায় বক্তব্য রাখবেন শেখ হাসিনা। ২৪ ডিসেম্বর সকাল ১১টায় কামরাঙ্গীরচর মাঠে ঢাকা-২ আসনের প্রার্থী অ্যাডভোকেট কামরুল ইসলামের সমর্থনে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন তিনি।

২২ ডিসেম্বর সিলেটের হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারতের পর ওইদিন দুপুর ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট-১ আসনের দলীয় প্রার্থী এ কে আবদুল মোমেন এবং পরদিন ২৩ ডিসেম্বর দুপুর ২টায় রংপুরের পীরগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে রংপুর-৬ আসনের প্রার্থী স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর জনসভায় যোগ দেবেন শেখ হাসিনা। পীরগঞ্জে যাওয়ার পথে সকালে প্রধানমন্ত্রী রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জে) আসনের প্রার্থী আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরীর সমর্থনে আয়োজিত আরেকটি জনসভায় অংশ নেবেন বলেও জানিয়েছেন ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।

গত ১২ ডিসেম্বর টুঙ্গিপাড়ায় জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে এবারের নির্বাচনের আনুষ্ঠানিক প্রচারণায় নামেন শেখ হাসিনা। ওইদিন বিকেলে নিজ নির্বাচনী এলাকা গোপালগঞ্জ-৩ আসনের কোটালীপাড়ার জনসভা ও রাতে টুঙ্গিপাড়ায় কর্মীসভায় বক্তব্য রাখেন তিনি। পরদিন ঢাকায় ফেরার পথে ফরিদপুরের ভাঙ্গা ও সদর, রাজবাড়ীর দৌলতদিয়া, মানিকগঞ্জের পাটুরিয়া ও পৌর শহর, ধামরাই এবং সাভারে পৃথক জনসভা ও পথসভায় বক্তব্য রাখেন তিনি।