বিএনপি জামাতের নৈরাজ্যর প্রতিবাদে যুবলীগের সমাবেশে

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
বগুড়া জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ডাবলু বলেছেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল’ উদ্বোধনের দিনে বিএনপি জামায়াতের সমাবেশ প্রমান করে তারা উন্নয়ন ও শান্তি চায় না। আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা তাদের মূল লক্ষ্য। সমাবেশের নামে জনদূর্ভোগ আর অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে তারা। জনসমর্থন হারিয়ে তারা পেছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে চায়, একারনে নির্বাচনকে ভয় পায় বিএনপিজোট। তাদের অপচেস্টা রুখে দিতে দেশের যুবসমাজ সদা জাগ্রত রয়েছে। দেশের শান্তিপূর্ন পরিবেশ বিনষ্ট করার চক্রান্ত প্রতিহত করে তাদের রাজপথে দাঁতভাঙ্গা জবাব দেয়া হবে। তিনি বলেন, দেশের সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ। আজ কর্ণফুলী নদীর তলদেশে দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশকে বিশ্বে নতুন উচ্চতায় উন্নীত করেছেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাহসী ও দূরদর্শী পদক্ষেপের কারণেই এ টানেল আজ গোটা দেশের মানুষের একটি গর্বের নির্মাণ হিসেবে আত্মপ্রকাশ করেছে। সেই দিনে সমাবেশের ডাক দিয়ে জনগনের বিপক্ষে অবস্থান নিয়েছে বিএনপি জামাত জোট। এদের অপতৎপরতা রুখে দিতে যুবসমাজ প্রস্তুত রয়েছে। তিনি শনিবার বেলা সাড়ে ১২ টায় দলীয় কার্যালয়ের সামনে জেলা যুবলীগের সমাবেশে কথাগুলো বলেন। বিএনপি জামাতের নৈরাজ্যর প্রতিবাদে সকাল ১০টা থেকে যুবলীগের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসুচি পালন করেন। এসময় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন কামরুল মোর্শেদ আপেল, অধ্যক্ষ শহিদুল ইসলাম দুলু, উদয় কুমার বর্মন, পৌর কাউন্সিলর রেজাউল করিম ডাবলু, শরিফুল আলম শিপুল, এজাজুল হক ডনেল, সাজেদুর রহমান সিজু, কাউছার হামিদ রুবেল সহ দলীয় নেতৃবৃন্দ প্রমুখ।