বগুড়া সদর উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের মাধ্যমে রাজশাহী বিভাগের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় বগুড়া সদর উপজেলায় ৩ দিন ব্যাপী কৃষি প্রযুক্তি মেলা ২০২৪ এর উদ্বোধন করা হয়েছে। মেলার আয়োজন করেছে বগুড়া সদর উপজেলা কৃষি সস্প্রাসরণ অধিদপ্তর। বুধবার সকালে উপজেলা ক্যাম্পাসে মেলার উদ্বোধন করেন বগুড়া জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু এমপি । সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বগুড়া বনানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মোঃ মতলুবর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক, বগুড়া বনানীর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষন কর্মকর্তা আহসান শহীদ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ ইসমত জাহান। অনুষ্ঠান সঞ্চালনা করে উপ সহকারী কৃষি কর্মকর্তা সাহাবুল ইসলাম।
উপস্থিত ছিলেন সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ডালিয়া নাছরিন রিক্তা প্রমূখ।
শেষে ৪০০ জন কৃষকদের মাঝে জনপ্রতি ৫ কেজি ধান বীজ, ১০ কেজি MOP এবং ১০ কেজি DAP আউশ চাষের জন্য প্রনোদনা হিসেবে বিতরণ করা হয়।