বগুড়া পৌর এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
বগুড়া পৌর এলাকাকে ডেঙ্গুমুক্ত রাখতে সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে শহরের সাতমাথাসহ বিভিন্ন এলাকায় এডিস মশা, ডেঙ্গু ও চিকনগুনিয়া জ্বর বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষে লিফলেট বিতরণ করেন পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশা। এসময় প্যানেল মেয়র পরিমল চন্দ্র দাস, আলহাজ্ব শেখ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর কবিরাজ তরুণ চক্রবর্তী, ১০ নং ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমান আরিফ, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর রাজু হোসেন পাইকার, ২১ নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল কুদ্দুস ডিলুসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ।
এসময় পৌর মেয়র রেজাউল করিম বাদশা বলেন, বিভিন্ন এলাকায় ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। অনেকেই মারাও যাচ্ছে। আমাদের পৌর এলাকার জনগনকে সচেতন করার জন্য লিফলেট বিতরণ, সচেতনতামূলক মাইকিং করা হচ্ছে। বিভিন্ন এলাকায়মশক নিধন ওষুধ ছিটানো হচ্ছে। আমি পৌরবাসিদের প্রতি আহবান জানানো, এশহর আপনার শহর। আমাদের বাড়ি ও এলাকা নিজ উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্ন রাখি। তাহলে অনেকাংশেই আমরা ডেঙ্গু মোকাবেলা করতে পারবো। বাড়ির আশেপাশে ডেঙ্গু মশার জন্ম নেয়ার মত কিছু থাকলে সেটি পরিস্কার করুন। অন্যথায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হবে।