বগুড়া জেলা পরিষদ নির্বাচনে প্রতীক বরাদ্দ

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
বগুড়া জেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ করা হয়েছে। সোমবার (২৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় নির্বাচন রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন। এসময় সহকারি রিটার্নিং কর্মকর্তা সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মাহমুদ হাসান ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা এ এস এম জাকির হোসেন।

বগুড়া জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের দুই প্রার্থী আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বর্তমান প্রশাসক ডা: মকবুল হোসেন পেয়েছেন (আনারস) এবং স্বতন্ত্র প্রার্থী আব্দুল মান্নান পেয়েছেন (মোটর সাইকেল)। ডা: মকবুল হোসেন স্ব-শরীরে উপস্থিত থেকে গ্রহণ করেন এবং আব্দুল মান্নান আকন্দ কারাগারে থাকায় তার পক্ষে সহধর্মিনী মোছাঃ মনোয়ারা বেগম প্রতীক গ্রহণ করেন। চেয়ারম্যান প্রার্থী ছাড়াও ১২ ওয়ার্ডে ৩২ জন সাধারণ সদস্য ও চার ওয়ার্ডে ১৫ জন সংরক্ষিত সদস্যের প্রতীক বরাদ্দ দেওয়া হয়।

১ নং ওয়র্ডে (সংরক্ষিত নারী) তিন জন প্রার্থীর মধ্যে মাহফুজা খানম লিপি পেয়েছেন (হরিণ), সাহেরা বেগম পেয়েছেন (ফুটবল), রুলী বিবি (দোয়ত কলম)।
২ নং ওয়র্ডে (সংরক্ষিত নারী) মোছাঃ শামিমা আখতার মুক্তা (ফুটবল), মোছাঃ হাছনা আক্তার (মাইক)।
৩ নং ওয়র্ডে (সংরক্ষিত নারী) মোছাঃ নাজনীন নাহার (হরিণ), মোছাঃ ছিরোজা খাতুন (টেবিল ঘড়ি), সুমাইয়া খানম (দোয়াত কলম), রওশন আরা (ফুটবল)।
৪ নং ওয়র্ডে (সংরক্ষিত নারী) দিলরুবা আমিনা আকতার বানু সুইট (হরিণ), আছমা বেগম (মাইক), রহিমা আকতার রিপা (টেবিল ঘড়ি), রুনুফা খাতুন (বই), লাবনী খাতুন(ফুটবল), শামছুন নাহার (দোয়াত কলম)।

ওয়ার্ড নং ১ এর সদস্য পদের প্রার্থী মোছাঃ ছামসুন্নাহার আকতার বানু (তালা), মোঃ মারুফ রহমান মনজু (হাতি), মোঃ মাহমুদুল হাসান (টিউবয়েল) ।
২নং ওয়ার্ডে (সদর)- আবু জাফর মাহমুদন্নবী রাসেল (অটোরিক্সা), কামরুল বাশার খান (উটপাখি), মাহফুজুল ইসলাম রাজ (টিউবওয়েল), রুহুল কুদ্দুস সাহেদ (হাতি) এবং সৈয়দ সার্জিল আহমেদ টিপু (তালা)।
৩ নং ওয়ার্ডের (কাহালু)- এস এম রুহুল মোমিন (টিউবওয়েল) এবং নাছরিন রহমান (তালা)।
৬ নং ওয়ার্ডে (নন্দীগ্রাম)- মুকুল মিয়া (অটোরিক্সা), মোস্তারীন সরকার (টিউবওয়েল), রাশেদুল ইসলাম (তালা)।
৭ নং ওয়ার্ডে (শাজাহানপুর)- একেএম আছাদুর রহমান দুলু (তালা), মোহাম্মদ তালেবুল ইসলাম (টিউবওয়েল), রুবেল সরকার (অটোরিক্সা)।
৮ নং ওয়ার্ডে (শেরপুর)- শিল্পী বেগম (তালা), মানিক উদ্দিন (টিউবওয়েল), মোস্তাফিজার রহমান (হাতি) ।
৯ নং ওয়ার্ডে (ধুনট)- এএফএম ফজলুল হক (হাতি), সুজাউদ্দৌলা (তালা)।
১০ নং ওয়ার্ডে (গাবতলী)- এ আই ফয়সাল খান (টিউবওয়েল) আব্দুল্লাহেল বাকী (হাতি)।
১১ নং ওয়ার্ডে (সারিয়াকান্দি)- আব্দুর রশিদ ফারাজী (উটপাখি), আব্দুল খালেক (হাতি), ফরিদুর রহমান (তালা), রাকিবুল হাসান (টিউবয়েল)।
১২ নং ওয়ার্ডে (সোনাতলা)- আবুল হাসান মো: আশরাফুদৌলা (উটপাখি), আব্দুল মালেক (হাতি), জুলফিকার রহমান (টিউবয়েল)।