বগুড়ায় সেলিম হোটেলে এক লাখ টাকা জরিমানা

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
বগুড়ায় সেলিম হোটেলে এক লাখ টাকা জরিমানা করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুস সোবহান।
তিনি জানান, সেলিম হোটেলের রান্নাঘর অত্যন্ত নোংরা ও অপরিষ্কার অবস্থায় খাদ্যদ্রব্য রান্না ও মজুদ করা। রেফ্রিজারেটরে কাঁচা ও রান্না করা খাবারসহ পঁচা-বাসি খাবার যথাযথ লেবেল সংযোজন ব্যতিরেকে মজুদ করা৷ এছাড়াও বাধ্যতামূলক নিবন্ধনের ব্যত্যয় ঘটিয়ে অনিবন্ধিত অবস্থায় পরিচালনা করা হচ্ছে। এসকল অপরাধে নিরাপদ খাদ্য আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানকালে বগুড়া নিরাপদ খাদ্য অফিসার মো. রাসেল, মনিটরিং অফিসার আসলাম উদ্দিন, নিরাপদ খাদ্য পরিদর্শক রাম চন্দ্র সাহাসহ বগুড়া জেলা পুলিশের একটি টিম ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করে।