বগুড়ায় শ্রমিক লীগের কর্মী সমাবেশ

দেশবাণী
Spread the love

বাংলা বাণী :
বগুড়ায় জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহীদ টিটু মিলনায়তনে এ সমাবেশের আয়োজন করা হয়।
শ্রমিক লীগ জেলা শাখার আহ্বায়ক কামরুল মোর্শেদ আপেলের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাডভোকেট আব্দুল মতিন পিপি।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, জাতীয় শ্রমিক লীগ বাংলাদেশের সর্ববৃহৎ শ্রমিক সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধুর হাতে প্রতিষ্ঠিত এই সংগঠন। দেশের বহু শ্রমিক সংগঠন এই সংগঠনের সঙ্গে জড়িত।

শ্রমিক লীগ জন্মলগ্ন থেকেই রাজনৈতিক কর্মকা-ে বেশি জড়িত। স্বাধীনতার পরও শ্রমিক লীগ অনেক কাজ করেছে। বঙ্গবন্ধুর সময়েও শ্রমিক লীগের ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর শ্রমিক লীগ আরও বিস্তার লাভ করেছে।

তিনি আরো বলেন, ৬ দফা আন্দোলনের সময় বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে শ্রমিকরাও আন্দলনে যুক্ত হন। তারাও শহীদ হন। সুতরাং আমাদের দায়িত্ব এই সংগঠনকে আরও শক্তিশালী করা। সেই লক্ষ্য নিয়েই বগুড়ায় শ্রমিক লীগ কাজ শুরু করেছে। দেশের উন্নয়ন যাতে ত্বরান্বিত হয় সে লক্ষ্যে কাজ করতেও শ্রমিক লীগের প্রতি আহ্বান জানান তিনি।

জেলা শ্রমিক লীগের সদস্য সচিব রাকিব উদ্দিন প্রামানিক সিজারের সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক কে এম আযম খসরু। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় শ্রমিক লীগের সহ-সভাপতি তোফায়েল আহম্মেদ, সাহাবুদ্দিন মিয়া, প্রচার সম্পাদক মেহেদী হাসান।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মুনসুর রহমান মুন্নু, সদর উপজেলা যুবলীগের সভাপতি অধ্যক্ষ সহিদুল ইসলাম দুলু, মিসেস কোহিনুর মোহন, শ্রমিক নেতা শরিফুল ইসলাম সাগর।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ জেলা শাখার যুগ্ন আহবায়ক আব্দুল গফুর প্রামানিক, সৈয়দ মাকসুদ মনি, জুলফিকার আলী জুয়েল, সদস্য সাব্বিত শেখ সাগর, আনন্দ কুমার দাস, গোলাম মোস্তফা, সদর উপজেলার আহবায়ক রফিকুল ইসলাম, সদস্য সচিব রায়হানুর রহমান রোহান, বগুড়া পৌর শ্রমিক লীগের আহবায়ক হাসান তালূকদার, সদস্য সচিব মুনতাসির আহম্মেদ প্লাবন, যুগ্ন আহবায়ক সালাম শেখ, সোহানুর রহমান শিমুল, মীর আলম পলাশ, হাফিজুর রহমান মনি প্রমুখ।