বগুড়ায় প্রকাশ শৈলীর সাংস্কৃতিক অনুষ্ঠান

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
বগুড়ায় বাংলার মুখ জেলা শাখা আয়োজিত বঙ্গবন্ধু উৎসবে সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে প্রকাশ শৈলী বগুড়া। বগুড়া জেলা শহরের শহীদ খোকন পার্কে অনুষ্ঠিত হয় ২৩ সেপ্টেম্বর শনিবার রাতে। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নিবেদিত করে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে আলোচনা সভা, কবিতা আবৃত্তি ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে সংগঠনের শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক লুবনা জাহান।
বক্তব্য রাখেন বাংলার মুখ কেন্দ্রীয় কমিটর সাংগঠনিক সম্পাদক ও মেলা কমিটির আহবায়ক হাসিবুল হাসান মুন, সদস্য সচীব হাকীম মজি মিয়া, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক আবু সাঈদ সিদ্দিকী। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন আরিফ, নির্মল, বৈশালী, বৈভব, মিথি, বর্ষ, তুবা, মাওয়া, নাসরাহ, অরণী, রাইয়ান, অপর্না, রিমঝিম, নাবিলাসহ অন্যান্য শিল্পীরা।