বগুড়ায় ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড

দেশবাণী
Spread the love

বাংলা বাণী :
বগুড়ায় ধর্ষণের দায়ে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া আসামিকে এক লাখ টাকা জরিমানা ও অনাদায়ে আরও এক বছর সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়। আদালতে দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম দুলু প্রামাণিক। সে বগুড়ার ধুনট উপজেলার আনারপুর দহপাড়া গ্রামের সিদ্দিক প্রামাণিকের ছেলে। তিনি পলাতক রয়েছেন। বৃহস্পতিবার দুপুরে বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর এ রায় ঘোষণা দেন।
বগুড়ার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর পাবলিক প্রসিকিউটর (পিপি) আশেকুর রহমান সুজন জানান, ২০০৯ সালের ৩০ সেপ্টেম্বর প্রতিবেশি এক নারীর ঘরে ঢুকে তাকে ধর্ষণ করেন দুলু প্রামাণিক। এরপর ওই নারী বাদী হয়ে ধুনট থানায় ধর্ষণের মামলা করেন। উপপরিদর্শক বুলবুল ইসলাম তদন্ত শেষে একই বছরের ২১ অক্টোবর দুলু প্রামাণিককে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

দীর্ঘ বিচার প্রক্রিয়া শেষে আদালত বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।