ফুটবলে কিংবদন্তি পেলের যত কীর্তি

খেলা
Spread the love

ডেস্ক :
পেলে আন্তর্জাতিক ফুটবল খেলেছেন ১৪ বছর এবং তার ক্লাব ক্যারিয়ার ২১ বছরের। ১৯৫৬ সালে ফুটবল শুরু করা পেলেকে ৫০, ৬০ এবং ৭০-এর দশকের সেরা ফুটবলার বলা হয়। ওই সময়ে তিনি তিনটি বিশ্বকাপ জিতেছেন।

ফিফার মতে, ১২শ’র ওপরে গোল করেছেন পেলে। তাকে শতাব্দি সেরা ফুটবলারের তকমা দিয়েছেন ফিফা প্রেসিডেন্ট জিওন্নি ইনফান্তিনো। সর্বকালের সেরা ফুটবলারও বলা হয় পেলেকে। ফুটবলের রাজা তিনি। বৃহস্পতিবার পৃথিবীর মায়া ত্যাগ করেছেন পেলে। খেলোয়াড়ি জীবনে পেলে যেসব কীর্তি গড়েছেন তা উল্লেখ করা হলো:

তিনটি বিশ্বকাপ:
বিশ্বের একমাত্র ফুটবলার হিসেবে কিংবদন্তি পেলে তিনটি বিশ্বকাপ জিতেছেন। ১৯৫৮ বিশ্বকাপে তরুণ পেলের উত্থান। দুর্দান্ত ফুটবল দেখান তিনি ওই আসরে। ১৯৬২ বিশ্বকাপও জেতেন তিনি। কিন্তু গ্রুপ পর্বের এক ম্যাচ ছাড়া খেলা হয়নি। এরপর ১৯৭০ বিশ্বকাপ ঘরে তোলে পেলের ব্রাজিল।

দশটি ক্যাম্পিওনাতো পুলিস্তা:
সান্তোসের হয়ে ব্রাজিলের সবচেয়ে পুরনো পেশাদার লিগ ক্যাম্পিওনাতো পুলিস্তার দশটি শিরোপা জিতেছেন পেলে। সাল: ১৯৫৮, ১৯৬০, ১৯৬১, ১৯৬২, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৭, ১৯৬৮, ১৯৬৯ এবং ১৯৭৩। ছয়টি ব্রাজিলেইরো সিরি আ’ এবং চারটি তরনিইও রিও-সাও: সান্তোসের হয়ে ছয়টি ব্রাজিলেইরো সিরি আ’ জিতেছেন পেলে। যথা: ১৯৬১, ১৯৬২, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৮। চারটি তরনিইও রিও-সাও জিতেছেন পেলে (১৯৫৯, ১৯৬৩, ১৯৬৪ ও ১৯৬৬)।

কোপা লিবার্তোদোস, ইন্টারন্যাশিওনাল কাপ:
পেলে ১৯৬২ ও ১৯৬৩ সালে কোপা লিভার্তোদোস জিতেছেন। একই বছর ইন্টারন্যাশিওনাল কাপ জিতেছেন। ১৯৬৮ সালে একটি ইন্টারন্যাশিওনাল সুপার কাপ জিতেছেন তিনি। ১৯৭৭ সালে নিউ ইয়র্ক কসমোসের হয়ে একটি ‘এনএএসএল সুপার বোল’ জিতেছেন এই কিংবদন্তি খেলোয়াড়।

তখন ব্যালন ডি’অর ছিল না। ২০১৪ সালে পেলেকে সম্মানসূচক ব্যালন ডি’অর দেওয়া হয়। পেলে যেভাবে ধারাবাহিক পারফরম্যান্স করেছেন তাতে অনেকগুলো ব্যালন ডি’অর পেতে পারতেন তিনি। কারণ ১৯৫৭, ১৯৫৮, ১৯৫৯, ১৯৬০, ১৯৬১, ১৯৬২, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫, ১৯৬৯ এবং ১৯৭৩ ক্যাম্পিওনাতো পুলিস্তার সেরা গোলদাতা ছিলেন তিনি।

ব্রাজিলিয়ান কিংবদন্তি ১৯৫৮ বিশ্বকাপের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কার জেতেন। ১৯৫৮ ও ১৯৭০ সালে অল স্টার টিমে জায়গা পান। ১৯৫৯ কোপা আমেরিকার সেরা খেলোয়াড় ও সর্বোচ্চ গোলদাতা হন। ১৯৬২ ও ১৯৬৩ আসরের কোপা ইন্টারন্যাশিওনাল কাপের সেরা গোলদাতা তিনি। ১৯৭৩ সালে দক্ষিণ আমেরিকার সেরা ফুটবলার হন। ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের লিগের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড় নির্বাচিত হন। ১৯৭৫, ১৯৭৬ ও ১৯৭৭ সালে যুক্তরাষ্ট্রের সেরা দলের সদস্য ছিলেন তিনি।