প্রধানমন্ত্রীর উপদেষ্টার পদ ছাড়লেন জয়

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রধানমন্ত্রীর তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় পদত্যাগ করেছেন। বুধবার পদত্যাগপত্র জমা দেন জয়। প্রধানমন্ত্রী তার পদত্যাগপত্র গ্রহণ করেছেন। প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব এম এম ইমরুল কায়েস তথ্য নিশ্চিত করেছেন।
সজীব ওয়াজেদ জয় ২০১৪ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অবৈতনিক তথ্য ও যোগাযোগ প্রযুক্তি উপদেষ্টা হিসেবে নিয়োগ পান। পর পর দুই মেয়াদে তিনি প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন।

এর আগে পদত্যাগপত্র জমা দেওয়া প্রধানমন্ত্রীর অপর ৩ উপদেষ্টার পদত্যাগপত্রও গ্রহণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (২৯ নভেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

নির্বাচনের তপশিল ঘোষণার পর গত ১৯ নভেম্বর সরকারের তিন টেকনোক্র্যাট মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা ড. মসিউর রহমান; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী এবং আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী পদত্যাগপত্র জমা দেন।