প্রকাশ্যে মাছ, মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ

আন্তর্জাতিক
Spread the love

বাংলা ডেস্ক :
মধ্যপ্রদেশে প্রকাশে মাছ,মাংস ও ডিম বিক্রি নিষিদ্ধ ঘোষণা করেছেন নবনিযুক্ত মুখ্যমন্ত্রী মোহন যাদব। তার দাবি, খাদ্য সুরক্ষার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব নেওয়ার একদিন পরই এমন ঘোষণা দিলেন মোহন যাদব। তিনি জানিয়েছেন ১৫ থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

তিনি বলেন, ‘ভারত সরকার যে ‘খাদ্য নিরাপত্তা বিধি চালুর সিদ্ধান্ত নিয়ে খোলাবাজারে মাছ, মাংস বিক্রির উপর নিয়ন্ত্রণ জারি করার কথা বলেছে, আমরা তা কঠোর ভাবে অনুসরণ করব।’

এ ছাড়া ধর্মীয় উপাসনালয়ে মাইক বাজানোর ক্ষেত্রে শব্দের তীব্রতার সীমারেখা নির্ধারণ করা হয়েছে। কত ডেসিবল পর্যন্ত শব্দ বাজানো যাবে সে সংক্রান্ত একটি নির্দেশনা জারি করেছে সরকার।