পুলিশের কাজ জনগনের জীবন এবং সম্পদের নিরাপত্তা রক্ষা করা- ডিআইজি আনিছুর রহমান

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
পুলিশের রাজশাহী রেঞ্জের ডিআইজি মোঃ আনিছুর রহমান বিপিএম (বার) পিপিএম (বার) বলেছেন, শারদীয় দুর্গা উৎসব একটি সার্বজনীন রুপ লাভ করেছে। এই উৎসবকে নিরাপদ এবং নির্বিঘ্নে পালনের জন্য আমরা পেশাদারিত্বের সাথে সর্বোচ্চ নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করেছি। সকলের প্রচেষ্টার মাধ্যমেই এটি শান্তিপূর্ণভাবেই শেষ হবে।
নির্বাচনের সময় নির্বাচন কমিশন থেকে যে আদেশ আমরা পাব সেই অনুযায়ীই কাজ করা হবে।
পুলিশের কাজ জনগনের জীবন এবং সম্পদের নিরাপত্তা রক্ষা করা। কেউযদি জনগনের জীবন এবং সম্পদ হানি করার চেষ্টা করে তাহলে আমরা আইন অনুযায়ী পরিচালিত হব।
তিনি রবিবার বিকেলে বগুড়া ডালপট্টি সার্বজনীন দুর্গাপূজা মন্দির পদির্শনকালে কথাগুলি বলেন। এসময় বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম, পিপিএমসহ পুলিশ ও র্যাবের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও মন্দির কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।