পার্লামেন্টে অধিবেশন চলাকালে এমপিদের ঘুসাঘুসি

আন্তর্জাতিক
Spread the love

ডেস্ক :
স্পিকার এক সংসদ সদস্যকে (এমপি) পার্লামেন্ট কক্ষ ত্যাগ করতে বলার পর সংসদ সদস্যদের মধ্যে ঘুসাঘুসির ঘটনা ঘটেছে। জর্ডারের পার্লামেন্টে অধিবেশন চলাকালে সদস্যরা মারামারিতে লিপ্ত হন বলে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে।
সংবিধানের প্রস্তাবিত সংশোধনী নিয়ে অধিবেশন চলাকালে অযৌক্তিক মন্তব্যের জন্য ক্ষমা চাইতে এক এমপি অস্বীকৃতি জানানোর পর এই মারামারির ঘটনা শুরু হয়। এতে কেউ আহত হননি বলে রয়টার্স জানিয়েছে।
খলিল আতিয়েহ নামে ওই সময় উপস্থিত এক এমপি জানান, প্রথমে সামান্য কথা কাটাকাটি থেকে শুরু হওয়া এই ঘটনা পরে হাতাহাতিতে রূপ নেয়। এই আচরণ আমাদের জনগণের কাছে অগ্রহণযোগ্য। আমাদের দেশের সুনামও এতে ক্ষুণ্ন হয়েছে।

সংসদ অধিবেশনে এমপিদের মধ্যকার ওই হাতাহাতির ঘটনা লাইভে ধরা পড়েছে। ওই ফুটেজে দেখা গেছে, এক এমপি ঘুসি খেয়ে মেঝেতে পড়ে গেছেন। অন্যরা চিৎকার করেছেন। পার্লামেন্টের ওই বিশৃঙ্খল অবস্থা কয়েক মিনিট ধরে চলছিল।