পটুয়াখালী-৪ আসনের এমপি মহিবের ত্রান বিতরন

দেশবাণী
Spread the love

রাজিব রহমান:পটুয়াখালী ৪ (কলাপাড়া-রাঙ্গাবালী) আসনে করোনার প্রভাবে কর্মহীন হয়ে পরা অসহায় পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেছেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মহিব্বুর রহমান মহিব। বৃহস্পতিবার থেকে ছোটবাইশদিয়া, চালিতাবুনিয়া, রাঙ্গাবালী, কলাপাড়া ও মহিপুরের খেটে খাওয়া মানুষের ঘরে ঘরে ত্রাণ পৌছে দিয়েছেন তিনি । ত্রাণ সামগ্রী হিসেবে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ৫ কেজি আলু, ১ কেজি সয়াবিন তেল, ১ কেজি পিয়াজ, ১ কেজি লবন ও ১টি লাইফবয় সাবান দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও আওয়ামীলীগ নেতৃবৃন্দ।
এমপি মহিব বলেন, করোনা প্রতিরোধে মানুষকে যার যার ঘরে অবস্থান করার জন্য সরকার নিরদেষ দিয়েছন। এসময় খেটে খাওয়া অনেক মানুষের কষ্টে দিন কাটছে। এ কারনে আমরা সরকারের পক্ষ থেকে অসহায় লোকদের বাড়িতে বাড়িতে ত্রাণ পৌছে দিচ্ছি। পরিস্থিতি ভাল হওয়া পর্যন্ত ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে। অপরদিকে ঘর বন্ধী রাখা যাচ্ছে না রাংাবালীর মানুষ। করোনার শুরুতে নিয়মকানুন মেনে চলতো তারা। বাহিরে বের হতোনা কেউ। ইদানিং দেখা যাচ্ছে কারণে অকারণে হাট-বাজার, রাস্তাঘাটে ঘোরাফেরা করছে তারা। সামাজিক দূরত্ব বজায় রাখছে না কেউ। ভয়াবহ করনার কথা যেন মনেই নেই তাদের। বড়বাইশদিয়া ইউনিয়নের ফেলাবুনিয়া, কাটাখালী, বাধঘাট বাজারসহ অন্যান্য ইউনিয়নের হাটবাজার গুলোতে এমন চিত্র দেখা গেছে। তবে প্রশাসন আরও কড়াকড়িভাবে নজরদিলে এমনটা কেউ করতে পারতো না বলে সচেতন মহলের অভিমত।