নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্যবৃদ্ধির প্রতিবাদে বগুড়ায় ঠিকাদারদের মানববন্ধন

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির প্রতিবাদ এবং যৌক্তিক সমাধানসহ ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে বগুড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার বগুড়া শহরের সাতমাথায় ঠিকাদার সমিতির উদ্যোগে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, নির্মাণ সামগ্রীর লাগামহীন মূল্য বৃদ্ধির যৌক্তিক সমাধান, চলমান উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রক্কলিত ব্যয়ের সঙ্গে বর্তমান বাজার দরের অতিরিক্ত মূল্য সংযোজনের দাবিসহ ৭ দফা দাবি বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য রাখেন, ঠিকাদার সমিতির আহবায়ক আতিকুর রহমান বাদল, যুগ্ম আহবায়ক আনোয়ার ইসলাম রন্টু, ইমদাদুল হক ইমদাদ, উপদেষ্টা কামরুল আলম রিপু, মুখপাত্র জাহেদুর রহমান, মুখপাত্র জাহিদুল ইসলাম, সদস্য টিপু, বাবু, রফিকুল, বাবলা, জাহাঙ্গীরসহ সকল দপ্তরের ঠিকাদারবৃন্দ।
বক্তারা বলেন, নির্মাণ সামগ্রীর লাগামহীন মূলবৃদ্ধির যৌক্তিক সমাধান করতে হবে। একই সাথে চলমান উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে প্রাক্কলিতব্যায়ের সঙ্গে বর্তমান বাজার দরের অতিরিক্ত মূল্য সংযোজন করতে হবে। ২০২০-২১ অর্থ বছরের কাজে অতিরিক্ত কর্তনকৃত ২% আয়করের টাকা ঠিকাদারগণকে ফেরৎ দিতে হবে। দেশে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ঠিকাদারদের বাঁচাতে হবে। নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির কারনে কাজের বিলম্ব হলে সংশ্লিষ্ট দপ্তর কর্তৃক পূর্বের ব্যাংক গ্যারান্টি নগদায়ন করা চলবে না। তাই প্রকৃত বাজার দর যাচাই করে প্রকল্প প্রতি অতিরিক্ত বরাদ্দের জন্য সংশ্লিষ্ট দপ্তর গুলোকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।
তারা আরো বলেন, সব রকম নির্মাণসামগ্রীর অস্বাভাবিক দাম বেড়ে যাওয়ায় প্রতি প্রকল্পে ৫০ শতাংশ ব্যয় বেড়ে গিয়েছে। এতে সব ঠিকাদাররা আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এই অস্বাভাবিকমূল্য বৃদ্ধির পেছনে কোন সিন্ডিকেটের ষড়যন্ত্র থাকতে পারে। মানবন্ধনে ঠিকাদাররা প্রকল্পে তাদের মুলধন ফেরতসহ ১০ শতাংশ লাভ দাবি করেন।
তারা দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে অবিলম্বে ঠিকাদারদের ন্যায্য দাবি মেনে নেওয়ার আহবান।