নিউ হ্যাম্পশায়ারেও জিতলেন ট্রাম্প

আন্তর্জাতিক
Spread the love

বাংলা ডেস্ক :
মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির দলীয় প্রার্থী হওয়ার লড়াইয়ে প্রাইমারি ভোটে নিউ হ্যাম্পশায়ারে জয়ী হয়েছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার এই অঙ্গরাজ্যে প্রাইমারি ভোটে একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালিকে পরাজিত করেন সাবেক প্রেসিডেন্ট ট্রাম্প। তবে লড়াই চালিয়ে যাওয়ার প্রত্যয় জানিয়েছেন জাতিসংঘে সাবেক মার্কিন রাষ্ট্রদূত হ্যালি। খবর বিবিসি ও আল জাজিরার।

হোয়াইট হাউসে দ্বিতীয় মেয়াদে প্রত্যাশী ট্রাম্প নিউ হ্যাম্পশায়ার প্রাইমারিতে জয়ের মধ্যে দিয়ে আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হওয়ার পথে আরেক ধাপ এগিয়ে গেলেন।

রিপাবলিকান পার্টির প্রার্থী চূড়ান্ত হলে ট্রাম্প বর্তমান প্রেসিডেন্ট ডেমোক্র্যাটিক দলীয় প্রার্থী জো বাইডেনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করবেন। দলীয় মনোনয়ন পেতে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী এখন একমাত্র নিকি হ্যালি।

নিউ হ্যাম্পশায়ারে ৯০ শতাংশ ভোট গণনায় দেখা যায়, হ্যালির চেয়ে ট্রাম্প প্রায় ১২ পয়েন্ট ব্যবধানে এগিয়ে। ট্রাম্প পেয়েছেন ৫৪. ৪ শতাংশ ভোট এবং হ্যালি পেয়েছেন ৪৩.৬ শতাংশ। গত সপ্তাহে আইওয়া ককাসে ট্রাম্প ৫০ শতাংশের বেশি ভোট পেয়ে বিজয়ী হন। আইওয়ায় তৃতীয় স্থানে ছিলেন হ্যালি।

রিপাবলিকান পার্টির পরবর্তী প্রাইমারি ভোট হবে আগামী ২৪ ফেব্রুয়ারি সাউথ ক্যারোলাইনায়। এ অঙ্গরাজ্যে হ্যালির জন্ম আর দুই মেয়াদে গভর্নরও ছিলেন তিনি। তা সত্ত্বেও জনমত জরিপ বলছে, এ অঙ্গরাজ্যেও অনেক ব্যবধানে এগিয়ে ট্রাম্প।