দেশে জোনভিত্তিক লকডাউন

বাংলাদেশ
Spread the love

করোনা সংক্রমণের হার বিবেচনায় কাল থেকে শুরু হচ্ছে জোন চিহ্নিত করার কাজ। দক্ষিণ ঢাকার ওয়ারী ও উত্তর ঢাকার রাজাবাজার দিয়ে রাজধানীতে শুরু হচ্ছে জোনভিত্তিক লকডাউন। এই তথ্য নিশ্চিত করেছেন উত্তর ঢাকার মেয়র আতিকুল ইসলাম।

করোনার সংক্রমণ বিবেচনায় রেড, ইয়েলো ও গ্রিন–এই তিন জোনে ভাগ করা হবে এলাকাগুলোকে। রেড জোনের এলাকায় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে চলাচল। তবে সীমিত পরিসরে চলাচল করা যাবে ইয়েলো জোনে।

প্রধানমন্ত্রীর নির্দেশে গত ১ জুন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয়ের বৈঠকে জোন চিহ্নিত করার সিদ্ধান্ত হয়েছে। করোনাভাইরাসের সংক্রমণ ঠেকাতে এখন নতুন পদ্ধতি হিসেবে ঢাকাসহ দেশের বড় বড় শহর এবং জেলা, যেগুলোতে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়েছে সেগুলোকে চিহ্নিত করার কাজ চলছে। ব্যাপকভাবে সংক্রমিত এলাকাগুলোকে ‘রেড জোন’-এর আওতায় এনে পুরোপুরি লকডাউন করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।