দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এইচএসসী পরীক্ষার্থীর মৃত্যু

জেলার খবর
Spread the love

বাংলা বাণী :
বগুড়া শহরের খান্দার এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে মোহন মিয়া (১৮) নামে উচ্চ মাধ্যমিকের এক পরীক্ষার্থী নিহত হয়েছেন। তার সঙ্গে থাকা বাপ্পী হাসান ও লিখন আহম্মেদ নামে অপর দুই পরীক্ষার্থীকেও মারপিট করেছে দুর্বৃত্তরা। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মোহন বগুড়া সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ছিলেন। শহরের ফুলতলা এলাকার শুকুর আলীর ছেলে। শহরের ঠনঠনিয়া বাসস্ট্যান্ডে একটি পরিবহন সংস্থার কাউন্টারে কাজ করেন শুকুর আলী। শুকুর আলীর ৫ ছেলে এবং ২ মেয়ের মধ্যে মোহন সবার ছোট।

বাপ্পী হাসান বলেন, ‘শিবলী নামের এক ব্যবসায়ীকে বাড়িতে পৌঁছে দিতে সোমবার ১১টার দিকে শহরের খান্দার দিকে যায় তারা। এসময় তাদের সঙ্গে আরও দুটি মোটর সাইকেল ছিল। শিবলী ভাইকে খান্দার এলাকায় নামিয়ে দেওয়ার পর ফুলতলার দিকে ফেরার সময় একদল ব্যক্তি আমাদের ধাওয়া করে। তখন আমরা মোটর সাইকেল ঘুরিয়ে ধাওয়াকারীদের খোঁজ করতে গেলে খান্দার এলাকার শেহা প্যালেসের সামনে একদল লোক আমাদের পথরোধ করে লাঠি দিয়ে পেটায়। এরপর মোটর সাইকেল নিয়ে পড়ে গেলে তারা মোহন মিয়াকে ছুরিকাঘাত করে।’

বগুড়া সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, আহত মোহন মিয়াকে দ্রুত হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পর রাত ১২টার দিকে তার মৃত্যু হয়। ময়নাতদন্তের জন্য লাশ শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।