দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে শারদীয় দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনে লক্ষে মতবিনিময়

দেশবাণী
Spread the love

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়া পৌরসভার উদ্যোগে আসন্ন দুর্গাপূজা সুষ্ঠুভাবে পালনের লক্ষ্যে স্বাস্থ্যবিধি, আইন শৃঙ্খলা রক্ষা, বিদ্যুৎ ও অন্যান্য বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পৌরসভার সভাকক্ষে পৌর মেয়র জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও উচ্চমান সহকারী মাহমুদুল হাসান খানের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম, থানার এসআই মোসাদ্দেক হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী দ্বিজেন্দ্রনাথ বসাক মন্টু, সাবেক চেয়ারম্যান নয়ন চন্দ্র দাস, নেসকোর উপসহকারী প্রকৌশলী হারুনুর রশিদ, আনসার ভিডিবির প্রতিনিধি আব্দুর রহিম, ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ইনচার্জ কহির উদ্দিন দেওয়ান, প্যানেল মেয়র মহিদুল ইসলাম, কাউন্সিলর এসএম কায়কোবাদ, আশরাফুজ্জামান সাগর, আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রেসকাবের সভাপতি আবু আব্দুল্লাহ প্রিন্স ঠিকাদার মোমিনুর রহমান তালুকদার পলাশ,পৌর এলাকার পূজা মন্ডপ কমিটির নেতৃবৃন্দ। এবার দুপচাঁচিয়া পৌর এলাকায় ১৪টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।