দুপচাঁচিয়ায় শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী পালন

দেশবাণী
Spread the love

দুপচাঁচিয়া(বগুড়া)প্রতিনিধিঃ
নানা অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামাল এঁর ৭৩ তম জন্ম বার্ষিকী উদযাপন করেছে দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন। শুক্রবার( ৫ আগষ্ট) সকাল ৯টায় উপজেলা প্রশাসন আয়োজনে উপজেলা পরিষদ চত্ত¡রে শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন এবং তাদের স্মরণে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার সুমন জিহাদী, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, সহকারী কমিশনার (ভূমি) রুপম দাস, উপজেলা আ’লীগের সভাপতি মোঃ আমিনুর রহমান, সাধারন সম্পাদক এমদাদুল হক, যুগ্ম সম্পাদক তৌহিদুর ইসলাম মহলদার, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, আ’লীগের নেত্রী শামীমা আক্তার মুক্তা সহ আ’লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, কৃষকলীগ ও ছাত্রলীগ প্রমুখ।
এ ছাড়াও আ’লীগের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জ্যেষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপটেন শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে এক মিনিট নিরবতা পালন ও দোয়া অনুষ্ঠিত হয়।পরে জুম্বার নামাজ শেষে শেখ কামালের জন্য উপজেলার বিভিন্ন মসজীদে দোয়া অনুষ্ঠিত হয়।