দুপচাঁচিয়ায় মার্চ মাসের বিভিন্ন গুরুপূর্ন দিবস পালতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

দেশবাণী
Spread the love

দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় ঐতিহাসিক ৭ই মার্চ, বঙ্গবন্ধুর জন্মদিন, ২৫মার্চ ও ২৬মার্চ মহান স্বাধীনতা দিবস সহ মার্চ মাস ব্যাপী সরকার প্রদত্ত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিভিন্ন আয়োজন সফল করতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রস্তুতিমূলক সভা মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাঃ আবু তাহিরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন আদমদীঘি-দুপচাঁচিয়া এলাকার সংসদ সদস্য আলহাজ্ব এ্যাড. নুরুল ইসলাম তালুকদার, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক, ভাইস চেয়ারম্যান আহম্মেদুর রহমান বিপ্লব, থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) আব্দুর রশিদ সরকার, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ, বীরমুক্তিযোদ্ধা সুজ্জাত আলী, উপজেলা আ’লীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক এমদাদুল হক, সাবেক সাংগঠনিক সম্পাদক মহসীন আলী, প্রচার সম্পাদক মোমিনুর রহমান তালুকদার পলাশ, ইউপি চেয়ারম্যান মেহেরুল ইসলাম, মোয়াজ্জেম হোসেন, নূর মোহাম্মাদ আবু তাহের, আনোয়ার হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, পৌরসভার প্যানেল মেয়র মহিদুল ইসলাম, একাডেমিক সুপার ভাইজার শাহ মো. মাহমুদুন্নবী, উপজেলা প্রেসকাবের সভাপতি আঃবঃমঃ আবু আব্দুল্লাহ প্রিন্স, উপজেলা ইমাম মোয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আজিজুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সুদেব কুÐু, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি শাহীদুর রহমান কয়েন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এসএম আসলাম প্রমুখ। এসময় বীরমুক্তিযোদ্ধাগণ, সরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ, প্রধান শিক্ষক ও বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।