দুপচাঁচিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

দেশবাণী
Spread the love

উজ্জল চক্রবর্তী শিশির, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য নিয়ে আন্তর্জাতিক নারী দিবস দুপচাঁচিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের আয়োজনে পালিত হয়েছে।
এ উপলক্ষে ৮মার্চ শুক্রবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। র‌্যালি শেষে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাত আরা তিথির সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা খালেদা ইয়াসমিন এর পরিচালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক, ইউপি চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, সাখাওয়াত হোসেন মল্লিক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফিরোজ শাহ, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সালমা আক্তার, নারী উদ্যোক্তা এনজিও সোভার পরিচালক মমতাজ মহল প্রমুখ।
এসময় নারী উদ্যোক্ত, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কিশোর-কিশোরী কাবের শিক্ষার্থী সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে কেক কর্তন করা হয়।