দুপচাঁচিয়ায় আন্তজেলা ডাকাত দলের ৫ জন অস্ত্র সহ গ্রেফতার

দেশবাণী
Spread the love

উজ্জ্বল চক্রবর্ত্তী শিশির , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
দুপচাঁচিয়ায় পুলিশের তৎপরতায় আন্তজেলার ডাকাত দলের ৫ জন পিকাপগাড়ি ও বিভিন্ন অস্ত্র সহ গ্রেফতার।
২৫শে এপ্রিল সোমবার দিবাগত রাত সোয়া দু’টোর সময় জিয়ানগর ইউনিয়নের বড়–য়া ব্রীজের পার্শ্বে ডাকাত দলের ৭/৮ জন ডাকাতি করার চেষ্টাকালে ৫জন ডাকাত অস্ত্রসহ পিকাপগাড়ি সহ গ্রেফতার করে দুপচাঁচিয়া থানা পুলিশ।
দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ জানান, সংবাদের ভিত্তিতে গত ২৫শে এপ্রিল সোমবার দিবাগত রাত দুপচাঁচিয়ার থানার এসআই এরশাদ আলী এএসআই ফরিদুল ইসলাম সঙ্গীয় ফোর্স সহ একটি আভিযানিক দল দুপচাঁচিয়া থানাধীন জিয়ানগর এলাকা রাত্রিকালিন টহলদেওয়ার সময় বড়–য়া ব্রীজের কাছে একটি পিকাপ গাড়ি দেখে সন্দেহ হলে গাড়িতে চালক সহ আরেকজন বসে থাকা অবস্থায় তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে তারা সঠিক তথ্য না দিলে পুলিশ এক পর্যায়ে গাড়ি চার্জ করলে গাড়ির ভিতরে দেশীয় অস্ত্র সহ বিভিন্ন ধরনের ডাকাতি করার যন্ত্রপাতি সহ ৫জন কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো জয়পুরহাট-থানার জিতারপুর গ্রামের ওয়াজেদ আলীর ছেলে জিহাদ হোসেন(১৯), শহিদুল ইসলামের ছেলে মাশরাফি হোসেন মুরাদ(২৩), উত্তর পিঁচুলিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে কাউছার হোসেন(২০),ইছুয়াখাত্তা গ্রামের শাহাদত হোসেনের ছেলে সোহেল রানা বাবু(২১),সর্ব -থানা জয়পুরহাট।ধামুরহাট থানার কুকিলের মোড় গ্রামের মৃত-মোকছেদ আলীর ছেলে আঃ রহমান হোসেন আলিফ(২২), এদের সকলের জেলা-জয়পুরহাট। এদের কাছ থেকে ডাকাতি কাজে ব্যবহিত সাদা রঙের বোলারু মিনি ট্রাক.যাহার রেজি নম্বর-ঢাকা মেট্রো-১৯-১১৭৫,১৫০শ ফিট রশি,একটি চাইনিজ কুড়াল,তিনটি মানকি টুপি সহ অন্যান্য অস্ত্রপাতি জব্দ করা হয়।
উক্ত আসামীদের বিরুদ্ধে পেনাল কোডে ৩৯৯/৪০২ ধারায় মামলা রুজু করে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।