দুপচাঁচিয়ার হোমিও চিকিৎসক সামছুল আলম টুঙ্গিপাড়ার উদ্দেশ্যে পায়ে হেঁটে পদযাত্রা

দেশবাণী
Spread the love

উজ্জল চক্রবর্তী শিশির , দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধিঃ
বঙ্গবন্ধু ভ্রাম্যমাণ হোমিও দাতব্য চিকিৎসালয়ের প্রতিষ্ঠাতা পরিচালক ও হোমিও চিকিৎসক সামছুল আলম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উদ্দেশ্যে পায়ে হেঁটে বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা হতে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
রোববার সকালে দুপচাঁচিয়া উপজেলা পরিষদ চত্বর হতে এ পদযাত্রার(পায়ে হেঁটে যাওয়ার)উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ফজলুল হক প্রামানিক।
এসময় উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এসএম সাহিদ, আওয়ামীলীগ নেতা তছলিম উদ্দিন, উপজেলা বঙ্গবন্ধু গবেষণা ফাউন্ডেশনের সভাপতি নূর মোহাম্মাদ প্রমুখ। হোমিও চিকিৎসক সামছুল আলম উপজেলার তালোড়া বাজারের বাসিন্দা।
তিনি জানান, তার ইচ্ছা পায়ে হেঁটে গোপাল গঞ্জের টুঙ্গিপাড়া গিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাজার জিয়ারত করবেন। সেখান থেকে পায়ে হেঁটে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন। পথিমধ্যে প্রত্যেকদিন তিনি পথের পাশে যে কোনো একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে মেধা বিকাশের ও গুটি বসন্ত প্রতিশেধক ওষুধ বিতরণ করবেন।