দুপচাঁচিয়া থানায় পৃথক অভিযানে ২ মাদক সেবি সহ গ্রেপ্তার ১২

দেশবাণী
Spread the love

উজ্জল চক্রবর্তী শিশির, দুপচাঁচিয়া(বগুড়া)।
দুপচাঁচিয়া থানায় পৃথক অভিযানে ২ মাদক সেবি সহ ১২ জনকে গ্রেফতার করেছে। দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ জানান, দুপচাঁচিয়া থানার মাদকবিরোধী অভিযান চলমান প্রক্রিয়ার অংশ।
৭ই এপ্রিল শুক্রবার রাতে পুলিশের একটি টহল টিম দুপচাঁচিয়া থানা এলাকা অবস্থান করলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরসভাস্হ চৌধুরীপাড়া গণ কবরের পাশে একটি পুকুর পাড়ে অবস্থানকালে তালুচ পূর্বপাড়ার ইয়াসিন প্রামানিকের ছেলে ওয়াসিম প্রাং(৩৬).ও ডাকাহার গ্রামের মমতাজ আলীর ছেলে হারুনুর রশিদ(৩৮)কে মাদক সেবনের বিশেষ পাইপ সহ ও মাদক খাওয়ার সময় দুই জনকে গ্রেপ্তার করে।
এছাড়াও একই তারিখে রাত্রিতে অভিযান চালিয়ে ওয়ারেন্ট ভুক্ত জিয়ার ও সি আর মামলার ১০ জন আসামীকে দুপচাঁচিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে। গ্রেফতারকৃত আসামিরা হলো জিয়ার মামলার ৯৬/২০ মৃত-শমসের প্রামানিকের ছেলে হামিদুল ইসলাম, জি আর -০৯/২০(কাঃ)আসামী চামরুল ইউনিয়নের উত্তর পাড়া (নয়াপাড়া) গ্রামের আফসার আলীর ছেলে মনজুরুল ইসলাম বাবু,সরব্দীপুর গ্রামের ২৯সি/২০(দুপঃ)এর মামলার আসামি আফতাব হোসেনের ছেলে আরমান আলী,কামারগ্রাম এলাকার সি আর -১০৮/১৯ দুপঃএর আসামি ময়েন উদ্দিন আকন্দর ছেলে মাসুদ রানা, মোরগ্রাম এলাকার ১১/২১পাঃডিং এর আসামি আঃ সাত্তারের ছেলে রায়হান সদ্দার, মোকাদ্দমা নং-২১৮সি/২০ (দুপঃ)এর আসামি মৃত-হাবিল এর ছেলে লায়েব (৪৫), সোলেমানের ছেলে শাহীন(৩৫), জিয়ার মামলার ১৪২/২০ দুপ এর আসামি মৃত হাবিল এর ছেলে সোলেমান(৬০), এদের সকলের বাড়ি খলিশ্বর, তারাজুন গ্রামের জিয়ার -মামলার ১৪২/২০ দুপঃআসামি মৃত-সমিজ শেখ এর ছেলে আনোয়ার হোসেন, দুপচাঁচিয়া পৌর কুন্ডুপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আব্দুর রহিম। এদের সকলে থানা- দুপচাঁচিয়া,জেলা-বগুড়া। ৮ই এপ্রিল শনিবার সকালে দে মাদক সেবীর বিরুদ্ধে মাদক সেবনের দায়ে নিয়মিত মামলার রুজু করে সকল আসামিদেরকে বগুড়া বিজ্ঞ আদালতে প্রেরণ করে।