তীব্র দাবদাহ: ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস বগুড়ায়

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
বৈশাখের শুরুতেই টানা কয়েক দিনের তীব্র গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে বগুড়ার জনজীবন। মঙ্গলবার বেলা ৩টায় জেলার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। যা এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড। এই তাপমাত্রা আরও দুইদিন বাড়তে পারে বলে জানিয়েছে বগুড়া আবহাওয়া অফিস।
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক আব্দুর রশিদ জানান, মঙ্গলবার বগুড়ায় সর্বোচ্চ ৩৮ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রার রেকর্ড করা হয়েছে। আর সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এই দাবদাহে আরও বৃদ্ধি পেতে পারে। এছাড়া বৃষ্টির সম্ভাবনা খুব কম রয়েছে।

বৈশাখের এই তাপদাহে সড়কে দাঁড়ানো কঠিন হয়ে যাচ্ছে। গরমের কারণে মানুষ কম বের হচ্ছে। তীব্র রোদে মাঠে কাজ করতে পারছেনা কৃষক।