টাইগারদের পাকিস্তান সফর: উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি

খেলা
Spread the love

বাংলাবাণী ডেস্ক ঃ এক যুগ পর পাকিস্তানের মাটিতে ক্রিকেট খেলতে নামছে বাংলাদেশ। সর্বশেষ ২০০৮ সালে পাকিস্তানের মাটিতে খেলতে নেমেছিলো টাইগাররা। ২০০৯ সালে শ্রীলংকার ক্রিকেটারদের ওপর হামলার পর থেকেই দেশটিতে ক্রিকেট নির্বাসিত হয়। সাম্প্রতিক সময়ে দেশটি সফর করেছে আফগানিস্তান, জিম্বাবুয়ে, ওয়েস্ট ইন্ডিজ ও শ্রীলংকা। এরপরই সেখানে গেলেন মাহমুদউল্লাহ-তামিমরা।

তিন দফায় দেশটিতে তিনটি টি-টোয়েন্টি, দুটি টেস্ট ও একটি ওয়ানডে খেলবে বাংলাদেশ। শুক্রবার লাহোরে প্রথম টি-টোয়েন্টি দিয়ে প্রথম পর্বের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে। আজ বেশ আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানের মধ্য দিয়ে উন্মোচিত হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি।

ট্রফি উন্মোচন করেন দুই দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও বাবর আজম। এরপর ট্রফিটি হাতে নিয়ে হাসিমুখে ফটোসেশনে অংশ নেন তারা।

লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ২৪, ২৫ ও ২৭ জানুয়ারি সিরিজের টি-টোয়েন্টি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। সবগুলো ম্যাচ বাংলাদেশ সময় বেলা তিনটায় শুরু হবে।