জোড়পুর্বক জমি দখল, মারপিট : থানায় অভিযোগ

দেশবাণী
Spread the love

বাংলা বাণী:
বগুড়া শাজাহানপুরের জালশুকা উত্তরপাড়া এলাকায় ক্রয়কৃত সম্পত্তিতে জোর পূর্বক বাড়ী নির্মানের পায়তারার প্রতিবাদ করায় গালিগালাজ ও মারপিটের ঘটনা ঘটেছে। এঘটনায় ওই এলাকার মো: আব্দুল মালেক ফকিরের ছেলে মো: আনোয়ার হোসেন শাহানপুর থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
অভিযোগে আনোয়ার হোসেন উল্লেখ করেছেন, একই এলাকার প্রতিবেশী মো: নুর নবী প্রাং এর ছেলে মো: শাহাদৎ হোসেন, মৃত কলিম উদ্দিন প্রাং এর ছেলে নুর নবী প্রাং, হোসেন আলী প্রাং, সাহেব আলী প্রাং, সাবেক মেম্বার রমজান আলী, বাদশার ছেলে লিখন, মৃত জালাল প্রাং এর ছেলে বেলাল এর সঙ্গে জমিজমা সংক্রান্ত বিষয় নিয়ে বিবাদ চলে আসছিলো। গত ২৬ জুন রাত ৪ টার দিকে তারা আমার জমিতে এসে জোরপূর্বক বাড়ি নির্মান করার পায়তারা করছিলো। আমি বাড়ি নির্মানে নিষেধ করলে তারা অকথ্যভাষায় গালিগালঅজ করে ও আমার স্ত্রী হাবিবা বিবিকে মারপিট করে।
এবিষয়ে শাহাদৎ হোসেন জানান, উক্ত ৭ শতক জমিটির ৪ জন শরিক আছেন। এরমধ্যে ২ শরিকের থেকে ৭ শতক জমিই ক্রয় করে নেন আনোয়ার হোসেন। পরবর্তীতে আমি অবশিষ্ট দুই শরিকের কাছে থেকে ৩ শতক জমি ক্রয় করি। যেখানে ঘর নির্মান করছি।
ভুক্তভুগী আনোয়ার হোসেন জানান, আমি ২৫ বছর আগে ৪জন শরীকের মধ্যে ২ জন শরীকের কাছে থেকে ৭ শতক জমি ক্রয় করে ভোগ করে আসছি। আর অন্য ২দুইজন শরীক কে তাদের অন্যান্য সম্পত্তিত্বে অংশ দিয়ে ফারাজ করা আছে। সুতরাং ওই ২ শরীক এই সম্পত্তিত্বে কোন অংশ পাবে না। আর বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ অনুষ্ঠিত হয়েছে। যেখানে প্রতিবারেই আমার পক্ষেই রায় দিয়েছে গ্রাম মাতব্যরগন। আমি বিষয়টির সঠিক সুরাহার জন্য থানায় লিখিত অভিযোগ দিয়েছি। আমি প্রশাসন সহ সংশ্লিষ্ট সকলের কাছে আমাদেরকে মারপিট করা সহ জমি দখলের সঠিক বিচার দাবি করছি।
তদন্ত অফিসার এস আই আশরাফ জানান অভিযোগ পাওয়ার পর তিনি ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষের সাথে কথা বলেছেন এবং সমঝোতার জন্য উভয় পক্ষকে ডাকা হয়েছে।