জেলা লিগ্যাল এইড লাইট হাউসের উদ্যোগে বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

জেলার খবর
Spread the love

ডেমোক্রোসি ইন্টারন্যাশনাল বাস্তবায়নে, ইউএসএআইডি’র প্রমোটিং পিস এ্যান্ড জাস্টিস (পিপিজে) এ্যাকটিভিটি আর্থিক সহযোগিতায় বগুড়ার হাজরাদীঘি স্কুল এন্ড কলেজ এবং রজাকপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ে বগুড়া জেলা লিগ্যাল এইড ও লাইট হাউসের যৌথ আয়োজনে “সরকারি আইনগত সহায়তাই জনগণের জন্য কল্যাণকর বিষয়ের উপর বির্তক প্রতিযোগিতা” অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গরীব অসহায় অসচ্ছল নারী/পুরুষদের জাতীয় আইনগত সহায়তা আইন/২০০০ইং নিয়ে দু” দলের মধ্যে চুলছেড়া বিশ্লেষণের মাধ্যমে হাজরাদীঘি স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন হন এবং রজাকপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয় রার্নাস আপ হন। বির্তকে শ্রেষ্ঠ বক্তা হয়েছেন রজাকপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের আতিয়া হাবিব। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিথ ছিলেন বগুড়া সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম মাহবুব মোরশেদ। বিচারক হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জজ কোর্টের প্যানেল আইনজীবি এ্যাডঃ এমদাদুল হক খন্দকার ও শিক্ষক মামুনুর রনি এবং রাশেদুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাজরাদীঘি স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ পারিজাত রহমান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২টি প্রতিষ্ঠানের ৫ শত জন ছাত্র/ছাত্রী ও শিক্ষক/শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লাইট হাউসের প্রকল্প সমন্বয়কারি রশিদা খাতুন, নাজমা, জয়া সরকার ও শিরিন আকতার।