জাবির ভর্তি পরীক্ষার তিন ইউনিটের ফল প্রকাশ

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের সমাজবিজ্ঞান ও আইন অনুষদ, কলা ও মানবিকী অনুষদ এবং ব্যবসায় শিক্ষা অনুষদের ফল প্রকাশিত হয়েছে। মঙ্গলবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির তথ্যমতে, সমাজবিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘বি’ ইউনিটে এ বছর মোট আবেদন জমা পড়ে ৪১ হাজার ৪৬৯টি। পরীক্ষায় অংশ নেন ৩১ হাজার ৭২৮ জন শিক্ষার্থী, যার মধ্যে পাস করেছেন ৯ হাজার ৭৬৪ জন। সেই হিসাবে এ ইউনিটে পাসের হার ৩০ দশমিক ৭৭ শতাংশ।

এদিকে, কলা ও মানবীকি অনুষদভুক্ত ‘সি’ ইউনিটে মোট আবেদন জমা পড়ে ৪১ হাজার ৪৪৫টি। পরীক্ষায় অংশ নেন ৩২ হাজার ৫১০ জন শিক্ষার্থী, এদের মধ্যে পাস করেছেন ১৮ হাজার ৬৯০ জন। সেই হিসাবে এই ইউনিটে পাসের হার ৫৭ দশমিক ৫ শতাংশ।

সোমবার অনুষ্ঠিত বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘ই’ ইউনিটেরও ফলও প্রকাশিত হয়েছে। এ বছর এই ইউনিটে মোট আবেদন জমা পড়ে ১৮ হাজার ৯৭টি, যার মধ্যে পরীক্ষায় নেন ৭৪ শতাংশ শিক্ষার্থী। এই ইউনিটে পাসের হার ৪০ শতাংশ।