জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্টে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ চ্যাম্পিয়ন

খেলা
Spread the love

বাংলা বাণী:
বৃহস্পতিবার সকাল সাড়ে ৯ টায় শহীদ চান্দু স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আয়োজনে এবং বগুড়া জেলা ক্রীড়া সংস্থার প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্ণামেন্ট ২০২৩ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
ফাইনাল খেলায় পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ ৪উইকেটে বিয়াম মডেল স্কুল এ- কলেজকে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করে।
টসে হেরে বিয়াম মডেল স্কুল এ- কলেজ প্রথমে ব্যাট করে ২৬.১ওভারে ১০উইকেট হারিয়ে ১১১রান করে।
দলের পক্ষে আল-আমিন-৪২, সামিউল-১৮, জুনায়েদ-১২ রান করে প্রতিপক্ষের বোলার আকাশ-৩টি, শিশির-২টি, সিয়াম-২টি. নাবিব-২টি করে উইকেট লাভ করে। ১১২রানের টার্গেটে খেলতে নেমে পুলিশ লাইন্স হাই স্কুল এন্ড কলেজ ৩২.৩ওভারে ৬উইকেটে ১১২ রান করে। দলের পক্ষে বনি-৬০, শিশির-৯ রান করে। প্রতিপক্ষের মারুফ-২টি উইকেট লাভ করে।
ম্যাচ পরিচালনা করে- রুবেল ও ফিরোজ স্কোরার- কানু ।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মোঃ সুদীপ কুমার চক্রবর্ত্তী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডিডিএলজি মাসুদম আলী বেগ, প্রাইম ব্যাংক, ব্যাঞ্চ প্রধান- শাহ মোঃ আবু সালেহ, জেলা ক্রীড়া সংস্থার অতিঃ সাধারণ সম্পাদক- সুলতান মাহমুদ খান রনি, নির্বাহী সদস্য- ইমদাদুল হক রত্ন, শফিকুল ইসলাম বাবু, সহিদুল ইসলাম স্বপন, দিলরুবা আমিনা আক্তার বানু সুইট, জাকিয়া সুলতানা আলেয়া, সাবেক সহ-সভাপতি খাজা আবু হায়াত হিরু, পুলিশ লাইন্স স্কুল এ- কলেজ এর অধ্যক্ষ মোঃ শাহাদৎ আলম ঝুনু প্রমুখ।