চীনের উহানে ১০ দিনে এক কোটির বেশি মানুষকে করোনা পরীক্ষা

আন্তর্জাতিক
Spread the love

করোনা ভাইরাসের উৎপত্তিস্থল চীনের উহান শহরের সমস্ত বাসিন্দাদের ১০ দিনে করোনা ভাইরাস পরীক্ষার পরিকল্পনা নিয়েছে কর্তৃপক্ষ।

রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের বরাত দিয়ে বিবিসি জানায়, পরিকল্পনা এখনও প্রাথমিক পর্যায়ে আছে। তবে উহানের প্রত্যেকটি এলাকাকে বলা হয়েছে কীভাবে তারা এলাকার প্রতিটি মানুষকে ১০ দিনের মধ্যে পরীক্ষা করতে পারবে তার বিস্তারিত পরিকল্পনা জানাতে হবে।

প্রত্যেক এলাকায় বাসিন্দার সংখ্যা হিসাবে নিয়ে এবং ঐ এলাকায় বর্তমানে সক্রিয়ভাবে সংক্রমণ ছড়ানোর ঘটনা ঘটেছে কি না তা বিবেচনায় নিয়ে তাদের নিজস্ব পরিকল্পনা তৈরি করতে বলা হয়েছে।

পরীক্ষা পরিকল্পনার নাম দেওয়া হয়েছে ‘১০ দিনের লড়াই’। পরীক্ষার সময় বয়স্ক মানুষ এবং যারা গাদাগাদি করে এক আবাসস্থলে থাকে তাদের অগ্রাধিকার দিতে হবে।

উহানে এই ভাইরাসের প্রাদুর্ভাব শুরু হয় এবং গত সপ্তাহ শেষে সেখানে আবার নতুন করে ছয়জন পজিটিভ শনাক্ত হয়েছে।

১১ সপ্তাহ ধরে কঠোর লকডাউনে থাকার পর ৮ এপ্রিল থেকে সেখানে লকডাউন তুলে নেওয়া শুরু হয়। স্কুল খুলেছিল, দোকানপাট ধীরে ধীরে খুলতে শুরু করেছিল এবং গণপরিবহনও খুলে দেওয়া হয়েছিল।

কিন্তু সম্প্রতি আবারো উহানে গুচ্ছভাবে করোনা সংক্রমণ দেখা দেয়। এতে করে আবারো ঝুঁকির মুখে পড়েছে শহরটি।