গুচ্ছের ‌‘এ’ ইউনিটের ফলাফল প্রকাশ

বাংলাদেশ
Spread the love

বাংলা ডেস্ক :
গুচ্ছভুক্ত ২৪টি বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার বিকেল পাঁচটায় ফলাফল প্রকাশিত হয়।

প্রাপ্ত ফলাফলে দেখা যায়, বিজ্ঞান অনুষদ ১২ হাজার আসনের বিপরীতে মোট আবেদন করেছেন ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন। এর মধ্যে উপস্থিত ১ লাখ ৪৯ হাজার ৩৯১ জন শিক্ষার্থী এবং অনুপস্থিত ছিলেন ২১ হাজার ২০৮ জন শিক্ষার্থী। মোট পাস করেছেন ৫০ হাজার ৭৬০ জন এবং ফেল করেছেন ৯৮ হাজার ৫৪৭ জন শিক্ষার্থী। এর মধ্যে ৮৪ জনের পরীক্ষার খাতা বিভিন্ন কারণে বাতিল করা হয়েছে।
প্রাপ্ত ফলাফলে আরও দেখা যায়, সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী রেদওয়ানুল হক মারুফ সর্বোচ্চ ৭৭ দশমিক ২৫ শতাংশ নম্বর পেয়ে সারাদেশে গুচ্ছের বিজ্ঞান বিভাগে প্রথম স্থান অর্জন করেছেন। রেদওয়ানুল হক মারুফ ময়মনসিংহের জাতীয় কবি কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেন।