গাবতলীতে ৭০জন ভূমিহীন পরিবার পেলো জমি ও নতুন বাসগৃহ

দেশবাণী
Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ভূমিহীন-গৃহহীন পরিবারকে চতুর্থ পর্যায়ে জমি ও গৃহ হস্তান্তর করা হয়েছে। বুধবার সারাদেশে একযোগে ভূমিহীনদের নতুন বাসগৃহ প্রদানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এলক্ষ্যে বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি হলরুমে ২শতক জমি ও বাসগৃহের চাবি হস্তান্তর ও আলোচনা সভা ইউএনও মোঃ আফতাবুজ্জামান-আল-ইমরানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাশেদুল ইসলামের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহমুদুল হাসান, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, উপজেলা নির্বাচন কর্মকর্তা রুহুল আমীন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ অলেফা খাতুন, ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম বাবু, রোকন তালুকদার, ডাঃ মামুন সরকার প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও উপকারীভোগীবৃন্দ। শেষে গাবতলী উপজেলার ৭০জন উপকারভোগীর মাঝে বাসগৃহের চাবি হস্তান্তর করা হয়। নতুন ঘর পেয়ে আনন্দে আত্মহারা পরিবারগুলো। তারা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সু-স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেছেন।