গাবতলীতে মাদ্রাসার ৯ম শ্রেণির ছাত্র নিখোঁজ

দেশবাণী
Spread the love

সাব্বির হাসান, গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলীতে মোঃ রিপন মিয়া (১৬) নামের ৯ম শ্রেণির এক মাদ্রাসা ছাত্র ১২দিন আগে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করা হয়েছে।
জানা গেছে, গাবতলী উপজেলার মহিষাবান ইউনিয়নের দড়ি সোনাকানিয়া গ্রামের মোখলেছার রহমানের ছেলে মোঃ রিপন মিয়া মহিষাবান সরকারপাড়া সিনিয়র আলীম মাদ্রাসায় ৯ম শ্রেণিতে পড়াশোনা করে।
গত ৬জানুয়ারী শুক্রবার বিকেল ৫টা হতে রিপন মিয়া নিজ এলাকা থেকে নিখোঁজ হয়। সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও ১২দিনেও কোনো সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় নিখোঁজ ওই ছাত্রের মা মোছাঃ এমিলি খাতুন বাদী হয়ে গত ১৫জানুয়ারী মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেন।
এ ব্যাপারে মডেল থানার ওসি সনাতন চন্দ্র সরকার বলেন, বিষয়টি গুরুত্বের সাথে খতিয়ে দেখে নিখোঁজ হওয়া ওই ছাত্রকে উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।