গাবতলীতে বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপনী ও কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দেশবাণী
Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার গাবতলী উপজেলা প্রশাসনের আয়োজনে ২দিনব্যাপী ৪৫তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা এবং৮ম বিজ্ঞান অলিম্পিয়াড ও ৮ম বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার উপজেলা পরিষদ চত্ত¡রে ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মাহমুদুল হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেকসেনা আকতার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তারিকুল ইসলাম, গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ ও সুখানপুকুর এমআরএম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তাফিজার রহমান মজনু। উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদা খানমের পরিচালনায় এ সময় তরফসরতাজ কামিল মাদ্রাসার অধ্যক্ষ জহুরুল ইসলাম, পাইলট হাইস্কুলের প্রধান শিক্ষক এমদাদুল হক, নেপালতলী হাইস্কুলের প্রধান শিক্ষক আনোয়ারুল হোসেন টিটু কাজী প্রমুখ। শেষে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী এবং বিজ্ঞান মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে ১ম, ২য় ও ৩য়স্থান অর্জনকারী স্কুল, কলেজ ও মাদ্রসার শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।