গাবতলীতে প্রাণী সম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

দেশবাণী
Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি :
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে সারাদেশে প্রাণিসম্পদ প্রদর্শনী ও সেবা সপ্তাহ ২০২৪ এর ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন। এরপর বগুড়ার গাবতলী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের উদ্যোগে বৃহস্পতিবার উপজেলা পরিষদ চত্বরে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী ও সমাপনী অনুষ্ঠান ইউএনও নুসরাত জাহান বন্যার সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বগুড়া-৭ আসনের এমপি অধ্যাপক ডাঃ মোস্তফা আলম নান্নু।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আনিছুর রহমান। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন জেলা ভেটেনারি সার্জন ডাঃ আব্দুর রাজ্জাক।
স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ বেনজির আহমেদ।
উপজেলা ভেটেনারি সার্জন শাহিনুর রহমানের পরিচালনায় এতে আরো বক্তব্য রাখেন গাবতলী সদর ইউপি চেয়ারম্যান ফারুক আহম্মেদ, খামারী মিলটন হোসাইন প্রমুখ।
এ সময় বীর মুক্তিযোদ্ধা হুমায়ন আলম চাঁন্দু, উপজেলা কৃষি কর্মকর্তা মেহেদী হাসান, পিআইও রাশেদুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা আরিফ আহমেদ, সমবায় কর্মকর্তা আসাদুজ্জামান ভূঁইয়া, নাড়–য়ামালা ইউপি চেয়ারম্যান আব্দুল গফুর মন্ডলসহ খামারীবৃন্দ উপস্থিত ছিলেন। শেষে অতিথিবৃন্দ শ্রেষ্ঠ খামারীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। এরআগে সকাল ১১টায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্বোধনের ইউএনও নুসরাত জাহান বন্যা বেলুন উড়িয়ে এবং ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। মেলা প্রদর্শনীতে মোট ৩০টি স্টলে খামারীদের পালিত গরু, ছাগল, ভেড়া, দুম্বা, পাখি, বিদেশী নানা জাতের মুরগী, কবুতরসহ বিভিন্ন প্রাণী প্রদর্শিত হয়।