গাবতলীতে কেন্দ্রীয় সমবায় সমিতি’র ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

দেশবাণী
Spread the love

গাবতলী (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার গাবতলী উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা সোমবার বিআরডিবি হলরুমে অনুষ্ঠিত হয়। সমিতির সহ-সভাপতি আব্দুল আলিমের সভাপতিত্বে এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও মোছাঃ রওনক জাহান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেল পরিষদের ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম মুক্তা ও রেকসেনা আকতার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা জাহেদুর রহমান। স্বাগত বক্তব্যে তিনি বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) তথা কেন্দ্রীয় সমবায় সমিতির সার্বিক অবস্থা তুলে ধরেন।
এতে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মেহেদী হাসান। বিআরডিবি এর মাঠ সংগঠক আব্দুল করিমের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমবায়ী আব্দুল বাছেদ। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ গোপেশ চন্দ্র সরকার, উপজেলা সমবায় অফিসার আসাদুজ্জামান আসাদ, উপজেলা নির্বাচন অফিসার রুহুল আমীন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশরাফ আলী, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক গাবতলী শাখা ব্যবস্থাপক লিয়াকত হোসেনসহ সমবায়ীবৃন্দ। শেষে ৩টি শ্রেষ্ঠ সমবায় সমিতিকে পুরস্কার দেয়া হয়। সমিতিগুলো হলো সোনারায় ইউনিয়নের গজারিয়া মহিলা সমবায় সমিতি, সোনারায় মহিলা সমবায় সমিতি এবং দক্ষিণপাড়া ইউনিয়নের পাড়াবাইশা কৃষক সমবায় সমিতি। এরআগে জাতীয় ও সমবায়ী পতাকা উত্তোলন করেন অতিথিবৃন্দ।