খুলনায় বিএনপির কাউন্সিলর প্রার্থীকে গুলি

বাংলাদেশ
Spread the love

খুলনা মহানগরীর খালিশপুর থানাধীন ৭নং ওয়ার্ডের বিএনপি মনোনীত কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টুকে লক্ষ্য করে দুস্কৃতকারীরা দুই রাউন্ড গুলি ও তিনটি হাতবোমা নিক্ষেপ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

তবে গুলি লক্ষ্যভ্রষ্ট হওয়ায় তিনি প্রাণে বেঁচে যান। শনিবার রাত সাড়ে ৯টার দিকে খালিশপুরের উত্তর কাশিপুর যমুনা রোডে এ ঘটনা ঘটে।

খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন বলেন, রাত সাড়ে ৯টার দিকে যমুনা রোডে গণসংযোগ শেষে মোটরসাইকেলযোগে ফিরছিলেন কাউন্সিলর প্রার্থী সুলতান মাহমুদ পিন্টু। এসময় আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিলো এবং ওই এলাকা বিদ্যুতহীন ছিলো। ফেরার সময় পিছন থেকে দুস্কৃতকারীরা তাকে লক্ষ্য করে গুলি ও বোমা বিস্ফোরণ ঘটায়। তবে তার কোনো ক্ষয়-ক্ষতি হয়নি। দুস্কৃতকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান ওসি।