ক্ষুধার জ্বালায় মানুষ ঢাকা ছাড়ছে কেন , প্রধানমন্ত্রীকে রিজভী

রাজনীতি
Spread the love

প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্দেশে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘করোনার সময় ক্ষুধার জ্বালায় মানুষ কেন ঢাকা ছাড়ছে?’

রিজভী বলেন, করোনাভাইরাসের আঘাতে দেশে এক অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করছে, মানুষকে মৃত্যুচিন্তা গ্রাস করেছে। চারদিকে শুধু কর্মহীন মানুষের হাহাকার। ক্ষুধার্ত মানুষের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে উঠেছে।

‘এই সময়ে জনগণের অতিপ্রয়োজনীয় জিনিসের ওপর বারবার মূল্যবৃদ্ধি করছে সরকার। তাদের উদ্দেশ্যই হচ্ছে– জনগণকে ফৌত করা।’

বিএনপির এ নেতা বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন যে, সব ব্যবস্থাই করা আছে, তা হলে খাবারের সন্ধানে ও ক্ষুধার জ্বালায় মানুষ সারি বেঁধে ঢাকা ছাড়ছে কেন?

রিজভী বলেন, একাধিকবার বিদ্যুৎ ও জ্বালানির দাম পরিবর্তনের সুযোগ রেখে ‘বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন’ (সংশোধন) বিল-২০২০ উত্থাপন করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী নসরুল হামিদ। গত বছর ডিসেম্বরে বিলটি মন্ত্রিসভায় অনুমোদিত হয়। সংসদে অনুমোদনের জন্য উত্থাপিত এই বিলটির মাধ্যমে প্রমাণিত হলো- বর্তমান সরকার এক নিষ্ঠুর ও অবিবেচক গণদুশমন।