করোনা: বগুড়ায় সরকারী ও বেসরকারী পর্যায়ে ত্রান সহায়তা

দেশবাণী
Spread the love

করোনা দুর্যোগের কারণে কর্মহীন ও অসহায় হয়ে পড়া মানুষদের জন্য বগুড়ায় সরকারী ত্রান সহায়তার পাশাপাশি ব্যক্তি ও সাংগাঠনিকভাবে দুস্থ মানুষদের খাদ্য বিভিন্ন ভোগ্য পন্য সহায়তার জন্য অনেকে হাত বাড়িয়ে দিয়েছেন। করোনার কারণে দুস্থ মানুষদের জন্য সরকারী ভাবে বরাদ্দ পাওয়া ত্রান বিতরণ চলছে। ইতোমধ্যে জেলা সদর সহ বিভিন্ন উপজেলায় ২৮১ মেট্রিক টন চাল ও প্রায় ১১ লাখ টাকার বিভিন্ন খাদ্য পন্য কর্মহীন মানুষদের মাঝে বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে, বরাদ্দকৃত ত্রান সহায়তা বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে বিতরণ করা হচ্ছে। এছাড়া জেলায় আরো ৬০ হাজার পরিবারকে ত্রান সহায়তার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। অপরদিকে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উদ্যোগে করোনা দুর্যোগের কারনে কর্মহীন দরিদ্র মানুষদের খাদ্য পন্য সহায়তা দেয়া হচ্ছে। এগিয়ে আসছে বিভিন্ন সংগঠন।
বগুড়ার জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ জানিয়েছেন,কর্মহীন দরিদ্র মানুষদের খাদ্য পন্য সহায়তা বাবদ এপর্যন্ত জেলায় ৬৬৮ মেট্রিক টন চাল ২৪ লাখ টাকা বরাদ্দ এসেছে। এসব বিতরণ চলছে। এছাড়া জেলায় আরো ৬০ হাজার পরিবারকে ত্রান সহায়তার জন্য বরাদ্দ চাওয়া হয়েছে। এদিকে মঙ্গলবার বগুড়া জেলা খাদ্য বিভাগের উদ্যোগে চালকল মালিক সমিতি করোনা পরিস্থিতিতে দরিদ্রদের সহায়তার জন্য জেলা প্রশাসনকে ২৬ মেট্রিক চাল ও নগদ ৩ লাখ ৩০ হাজার টাকা দিয়েছে। চালকল মালিক সমিতি মোট ৫০ মেট্রিক টন চাল ও ৫ লাখ টাকা দিবে। এছাড়া এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এ্যাসোসিয়েশন বগুড়া, জেলা প্রশাসকের নিকট ২ লাখ টাকা দিয়েছে। এর বাইরে ব্যক্তি উদ্যোগে আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ চাল সহ নিত্যপণ্য সহায়তা নিয়ে কর্মহীন অসহায় মানুষের পাশে দাড়িয়েছে। চলছে সহায়তা প্রদান। অপর দিকে জেলা প্রশাসক অনুরোধ করেছেন, ব্যক্তি ও বেসরকারী উদ্যোগে কর্মহীন ও অসহায় মানুষদের যারা সহায়তা দিচ্ছেন তারা যেন প্রশাসনকে অবগত করেন।