ঐক্যফ্রন্ট নেতারা গণভবনে যাবেন: নাসিম

রাজনীতি
Spread the love

আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম বলেছেন, ‘বিএনপি ও ঐক্যফ্রন্ট নেতারা যতই হুমকি-ধামকি দিক না কেন গণভবনে তারা যাবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথাও শুনবেন, চাও খাবেন।’

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার চা-চক্রের নিমন্ত্রণ প্রসঙ্গে এসব কথা বলেন নাসিম।

রোববার বিকালে সিরাজগঞ্জের মনসুর নগর থানা এইচইডি ইন্সপেকশন বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরো বলেন, বিএনপি মেরুদণ্ডহীন রাজনৈতিক দল। তারা নির্বাচনেও থাকে না, কর্মসূচি দিয়েও জনগণের সাড়া পায় না। আবার সংসদেও যেতে চায় না।

নাসিম বলেন, সংখ্যায় যতই কম হোক না কেন সংসদে বিরোধীদল না থাকলে সংসদ মানায় না।

বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে আওয়ামী লীগের ওপর যে নির্যাতন হয়েছে তার সংক্ষিপ্ত বর্ণণা দিয়ে তিনি বলেন, আওয়ামী লীগ প্রতিহিংসার রাজনীতি করে না।

নাসিম বলেন, মন্ত্রী না থাকলেও এলাকার উন্নয়নে কোনো প্রভাব পড়বে না। কারণ আওয়ামী লীগই ক্ষমতায় আছে, বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনাই সরকারপ্রধান আছেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, আরো এগিয়ে যাবে।

নিমার্ণাধীন শেখ হাসিনা নার্সিং ইন্সটিটিউট চত্বরে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন এইচইডির নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন।

সভাটি পরিচালনা করেন মনসুর নগর থানা আওয়ামী লীগের আহ্বায়ক আব্দুর লতিফ তারিণসহ মনসুর নগর থানা আওয়ামী লীগের নেতারা।

এতে আরো বক্তব্য রাখেন এইচইডির তত্ত্বাবধায়ক প্রকৗশলী আব্দুল হামিদ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. কাজী শামীম হোসেন।

এর আগে নাসিম মনসুর নগর থানা এইচইডি ইন্সপেকশন বাংলোর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। দ্বিতল এ ইন্সপেকশন বাংলোর নির্মাণ ব্যয় প্রায় সোয়া চার কোটি টাকা।