উন্নয়ন এগিয়ে নিতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে- ম. রাজ্জাক

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় কমিটির সিনিয়র সহ-সভাপতি, ডাকসুর সাবেক সদস্য ম. আব্দুর রাজ্জাক বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছে বাংলাদেশ। সকল ক্ষেত্রে সার্বিক উন্নয়নের মধ্য দিয়ে দেশ আজ রোল মডেল। আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে উন্নয়ন হয়, দেশ এগিয়ে যায়। বঙ্গবন্ধু কন্যা জনগনকে দেয়া প্রতিশ্রুতি পূরন করেন, তার প্রমান নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু। আ’লীগ সরকার ভূমিহীন-গৃহহীণ মানুষকে বিনামূল্যে ঘর তৈরী করে দিচ্ছেন। শুধু ঘর নয়, তাদের জীবন-জীবিকার সুযোগও করে দিচ্ছে সরকার। জননেত্রী শেখ হাসিনার সরকার ইতোমধ্যে পঞ্চগড় ও মাগুরা জেলার সবগুলো উপজেলাসহ ৫২টি উপজেলাকে গৃহহীন ও ভূমিহীন উপজেলা হিসেবে ঘোষণা করেছেন। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আগামীতে পুরো দেশ ভূমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা হবে ইনশাল্লাহ।
তিনি বলেন, আমরা অহংকার করে বলতে পারি, আমরা বঙ্গবন্ধুর আদর্শর সৈনিক। আ’লীগ সারাজাতির কাছে অহংকার করে বলতে পারে যিনি বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু তিনি আমাদের আদর্শের পিতা, আমাদের একজন জননেত্রী শেখ হাসিনা রয়েছেন। আমরা সেই দলের কর্মি, যে দল পাকিস্তানের দু:শাষন, শোষন, নির্যাতন, সা¤প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে বাঙ্গালী জাতিকে বিশ্বের দরবারে স্বাধীন ভুখন্ড হিসেবে প্রতিষ্ঠা করেছে। বঙ্গবন্ধু আমাদের একটি স্বাধীন দেশ দিয়েছেন, তিনি সোনার বাংলা গড়ার স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে দিনরাত পরিশ্রম করছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনার প্রচেস্টা সফল করতে হবে। একটি মহল উন্নয়নের ধারাবাহিকতা রুখে দিতে নানা ধরনের চক্রান্ত করে যাচ্ছে প্রতিনিয়ত। তাই স্বার্থান্বেষী মহলের সকল চক্রান্ত নস্যাৎ করে দিতে স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীদের অগ্রনী ভুমিকা পালন করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনায় জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ার পথে দেশের উন্নয়ন-অগ্রযাত্রা অব্যাহত রাখতে সকলকে একসাথে কাজ করার আহবান জানান তিনি।
তিনি মঙ্গলবার দুপুরে দলীয় কার্যালয়ে বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন। ২৭ জুলাই বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠান সফল করার লক্ষ্যে সভায় সভাপতিত্ব করেন বগুড়া জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ভিপি সাজেদুর রহমান শাহীন। জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুলফিকার রহমান শান্ত’র সঞ্চালনায় বক্তব্য রাখেন স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রিয় সদস্য মেহেদী হাসান রবিন, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি গোলাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুর রাজ্জাক তিতাস, নাজমুল কাদির শিপন, বনি ছদর খুররম, নূরুল আমিন শিশির প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন আবু জাফর সিদ্দিকী রিপন, এ কে এম এনামুল বারী টুটুল, মোহাম্মদ আলী সিদ্দিল, আবু বক্কর সিদ্দিক স্বাধীন, হাজ্বী আলাল, রেজাউল করিম রিয়াদ, সুলতান মন্ডল সজল, মশিউর রহমান মামুন ,সিরাজুল ইসলাম রতন, খালেকুন্নাহার পলি, আব্দুস সালাম, ওমর ফারুক ঝিনুক,আব্দুল ওয়াদুদ পাপ্পু, রশ্মি স্বর্না, নাসিমুল বারী নাসিম, লিটন শেখ, আতাউর রহমান আতা, মশিউর রহমান, সোহানুল ইসলাম, আব্দুল হাকিম, সজল শেখ, মিলন সহ জেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।