আত্রাই নদী থেকে বালু উত্তোলনে চার জনের জেল

দেশবাণী
Spread the love

সুদর্শন কর্মকার, রাণীনগর : নওগাঁর আত্রাইয়ের গৌড়নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে চার জনকে ১৫দিন করে জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকতেখারুল ইসলাম অভিযান চালিয়ে এই সাজাপ্রদান করেন।সাজাপ্রাপ্তদের রোববার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের বিচারক ইকতেখারুল ইসলাম বলেন, আত্রাইয়ের গৌড়নদীর গুড়নই নামক স্থান থেকে সরকারী নির্দেশনা অমান্য করে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেলে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।এসময় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী চার জনকে ১৫ করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করা হয়েছে। দন্ড প্রাপ্ততরা হলেন,ভোলার চরফ্যাশন উপজেলার চরনখোলা গ্রামের আব্দুল হান্নান (৪৫),হান্নানের ছেলে রাকিব হোসেন (২২), একই গ্রামের সোহাগ হোসেন (২১) এবং নাটোরের গুরুদাসপুর গ্রামের হাসান আলী (২১)।
সাজাপ্রাপ্তদের রোববার সকালে জেল হাজতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে আত্রাই থানাপুলিশ।