আইইবির ৫৯তম কনভেনশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

বাংলাদেশ
Spread the love

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশের (আইইবি) চার দিনব্যাপী ৫৯তম কনভেনশন আগামীকাল শনিবার রাজধানীর রমনায় শুরু হচ্ছে। বিকেল চারটায় কনভেনশনের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ছাড়া ৪ মার্চ (সোমবার) সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

আজ শুক্রবার রাজধানীর রমনায় আইইবির সদর দফতরের কাউন্সিলর হলে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান আইইবির সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ।

সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন আইইবির সভাপতি ও আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী মো. আবদুস সবুর। তিনি সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন এবং বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেন।

লিখিত বক্তব্যে প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ বলেন, ‘প্রতি বছরের মতো এবারও আনন্দঘন পরিবেশে চার দিনব্যাপী কনভেনশন আয়োজন করা হয়েছে। শনিবার বিকেল চারটায় কনভেনশনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াও চার দিনব্যাপী কনভেনশনের অনুষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সমাপনী অনুষ্ঠান, জাতীয় সেমিনার উদ্বোধনী ও সমাপনী পর্ব, ফিয়েস্কা সেমিনার, শহীদ প্রকৌশলী পরিবারের সংবর্ধনা, বিদেশি অতিথিদের সংবর্ধনা এবং বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনা।’

আজ শুক্রবার বিকাল চারটায় Regional Perspectives in National Infrastructure Developments বিষয়ের ওপর ফিয়েস্কা সেমিনার অনুষ্ঠিত হবে। সেমিনার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ। ৩ মার্চ দুপুর ২টায় Engineers for Leadership in Sustainable Infrastructure Development in Bangladesh-এর ওপর জাতীয় সেমিনার, উদ্বোধন করবেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। এর আগে সকাল ১০টায় ড. রশিদ মেমোরিয়াল লেকচার অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী অ্যাডভোকেট শ ম রেজাউল করিম। বেলা ১১টায় প্রকৌশলী এম এম জব্বার মেমোরিয়াল লেকচার, প্রধান অতিথি পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ১২টায় শহীদ ইঞ্জিনিয়ার মেমোরিয়াল লেকচার, প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম। ৪ মার্চ সকাল ১০টায় জাতীয় সেমিনার সেশন-১, বেলা ১১টা ৪৫ মিনিটে জাতীয় সেমিনার সেশন-২ এবং দুপুর ২টায় জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জাতীয় সেমিনারের সমাপনী অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। বিকেল ৩টা ৩০ মিনিটে ৫৯তম কনভেনশনের সমাপনী অনুষ্ঠান। সন্ধ্যা ৭টায় কনভেনশন ডিনার, প্রধান অতিথি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সংসদীয় কমিটির চেয়ারম্যান প্রকৌশলী খন্দকার মোশারফ হোসেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন আইইবির ভাইস প্রেসিডেন্ট প্রকৌশলী মো. নুরুজ্জামান, প্রকৌশলী মো. মনজুরুল হক মঞ্জু, প্রকৌশলী এম এন সিদ্দিক, প্রকৌশলী মোল্লা মোহাম্মদ আবুল হোসেন, সাধারণ সম্পাদক প্রকৌশলী নজরুল ইসলাম, প্রকৌশলী কাজী খায়রুল বাশার, প্রকৌশলী আবুল কালাম হাজারী, প্রকৌশলী মামুনুর রশিদ, আইইবির ঢাকা সেন্টারের চেয়ারম্যান প্রকৌশলী ওয়ালিউল্লাহ সিকদার প্রমুখ।