এইচএসসির ফলাফল: জিপিএতে বগুড়ায় শীর্ষে আজিজুল হক কলেজ

বাংলাদেশ
Spread the love

বাংলা বাণী:
বগুড়ায় এইচএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তির দিকথেকে শীর্ষে অবস্থান করছে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ।
এ বছর বগুড়ায় ৬২টি কেন্দ্রে এইচএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৩৩ হাজার ১২৮ জন পরীক্ষার্থী অংশ গ্রহণ করে।
এরমধ্যে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ থেকে ১ হাজার ৩৩০ জন ছাত্রছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে পাশ করেছে ১ হাজার ৩২৭ জন। জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ১৫১ জন।
বগুড়া বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে ২৮৮ জন পরীক্ষায় অংশ নিয়ে সকলেই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ২৪৮ জন।
বগুড়া আর্মড পুলিশ ব্যাটালিয়ন পাবলিক স্কুল এন্ড কলেজ থেকে এবার ৪৫৮ জন পরীক্ষা দিয়ে শতভাগ পাশ করেছে। এর মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৩৯১ জন।
বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৭৩৫ জন পরীক্ষা দিয়ে পাশ করেছে ৭৩৩জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯০ জন।
বগুড়া পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ থেকে ৩৬১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। জিপিএ-৫ পেয়েছে ২১০ জন।
বগুড়া আরডিএ ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজ থেকে ৩৮৩ জন পরীক্ষার্থীর সবাই পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ১৯৩ জন।
সরকারি মুজিবুর রহমান মহিলা কলেজ থেকে এবার ১ হাজার ৪৫৬ জন ছাত্রী পরীক্ষায় অংশ নেয়। পাশ করেছে ১ হাজার ৪১৩ জন। জিপিএ-৫ পেয়েছে ৪৫১ জন।
সরকারি শাহ সুলতান কলেজ থেকে ১ হাজার ৪৫৬ জন পরীক্ষা দেয়। পাশ করেছে ১ হাজার ৪০৭ জন। জিপিএ-৫ পেয়েছে ৬১৭ জন।
বগুড়া সরকারি কলেজ থেকে ৭৮১ জন পরীক্ষা দিয়ে ৭৩৬ জন পাশ করেছে। জিপিএ-৫ পেয়েছে ৩০৫ জন।